আল হুমাযাহ

সূরা নং: ১০৪, আয়াত নং: ৯

তাফসীর
فِیۡ عَمَدٍ مُّمَدَّدَۃٍ ٪

উচ্চারণ

ফী ‘আমাদিম মুমাদ্দাদাহ ।

অর্থ

মুফতী তাকী উসমানী

যখন তারা (আগুনের) লম্বা-চওড়া স্তম্ভসমূহের মধ্যে (পরিবেষ্টিত) থাকবে।

তাফসীরে মুফতি তাকি উসমানী

৩. আল্লাহ তাআলা আমাদের রক্ষা করুন। জাহান্নামে আগুনের শিখা হবে লম্বা-চওড়া স্তম্ভের মত এবং তা চারদিক থেকে জাহান্নামীদেরকে এমনভাবে ঘিরে রাখবে যে, তাদের বের হওয়ার কোন পথ থাকবে না।
﴾﴿
সূরা আল হুমাযাহ, আয়াত ৬১৮৮ | মুসলিম বাংলা