আল হুমাযাহ

সূরা নং: ১০৪, আয়াত নং: ১

তাফসীর
وَیۡلٌ لِّکُلِّ ہُمَزَۃٍ لُّمَزَۃِۣ ۙ

উচ্চারণ

ওয়াইলুলিলকুল্লি হুমাঝাতিল লুমাঝাহ ।

অর্থ

মুফতী তাকী উসমানী

বহু দুঃখ আছে প্রত্যেক এমন ব্যক্তির, যে পেছনে অন্যের বদনাম করে (এবং) মুখের উপরও নিন্দা করে।

তাফসীরে মুফতি তাকি উসমানী

১. কারো পেছনে বদনাম করাকে গীবত বলে। সূরা হুজুরাত (৪৯ : ১২)-এ একে অত্যন্ত ন্যাক্কারজনক পাপ বলা হয়েছে। কাউকে তার মুখের উপর নিন্দা করলে মনে দুঃখ পায়। এটাও অনেক বড় গুনাহ।
﴾﴿
সূরা আল হুমাযাহ, আয়াত ৬১৮০ | মুসলিম বাংলা