ইউনুস

সূরা নং: ১০, আয়াত নং: ৫০

তাফসীর
قُلۡ اَرَءَیۡتُمۡ اِنۡ اَتٰىکُمۡ عَذَابُہٗ بَیَاتًا اَوۡ نَہَارًا مَّاذَا یَسۡتَعۡجِلُ مِنۡہُ الۡمُجۡرِمُوۡنَ

উচ্চারণ

কুল আরাআইতুমইন আতা-কুম‘আযা-বুহূ বায়া-তান আও নাহা-রাম মা-যাইয়াছতা‘জিলুমিনহুল মুজরিমূন।

অর্থ

মুফতী তাকী উসমানী

তাদেরকে বল, তোমরা আমাকে বল তো, আল্লাহর আযাব যদি তোমাদের উপর রাতের বেলা এসে পড়ে কিংবা দিনের বেলা, তবে অপরাধীরা তার মধ্যে এমন কী (আকাঙ্ক্ষাযোগ্য বস্তু আছে, যাকে) ত্বরান্বিত করতে চায়? ৩০

তাফসীরে মুফতি তাকি উসমানী

৩০. অর্থাৎ সে শাস্তির মধ্যে এমন কোন আনন্দের বিষয় তো নেই, যা পাওয়ার জন্য তাড়াহুড়া করা যায়। তা সত্ত্বেও তারা সেজন্য তাড়াহুড়া করছে কেন? সন্দেহ নেই যে, তারা তা করছে উপহাস করে, যেহেতু তাদের তাতে বিশ্বাসই নেই। কিন্তু তারা যতই অবিশ্বাস করুক, একদিন তার সম্মুখীন তাদেরকে হতেই হবে এবং সে শাস্তি এমনই বিভীষিকাময় যে, তা নিয়ে উপহাস করা বা তার জন্য ব্যস্ততা দেখানো চরম অর্বাচীনতা। যেদিন সে শাস্তি এসে পড়বে, তখন তো বিশ্বাস করবে, কিন্তু অসময়ের সেই বিশ্বাস কোন কাজে আসবে না। -অনুবাদক
﴾﴿