ইউনুস

সূরা নং: ১০, আয়াত নং: ৩৫

তাফসীর
قُلۡ ہَلۡ مِنۡ شُرَکَآئِکُمۡ مَّنۡ یَّہۡدِیۡۤ اِلَی الۡحَقِّ ؕ قُلِ اللّٰہُ یَہۡدِیۡ لِلۡحَقِّ ؕ اَفَمَنۡ یَّہۡدِیۡۤ اِلَی الۡحَقِّ اَحَقُّ اَنۡ یُّتَّبَعَ اَمَّنۡ لَّا یَہِدِّیۡۤ اِلَّاۤ اَنۡ یُّہۡدٰی ۚ فَمَا لَکُمۡ ۟ کَیۡفَ تَحۡکُمُوۡنَ

উচ্চারণ

কুল হাল মিন শুরাকাইকুম মাইঁ ইয়াহদী ইলাল হাক্কি কুল্লিলা-হু ইয়াহদী লিলহাক্কি আফামাইঁ ইয়াহদী ইলাল হাক্কিআহাক্কুআইঁ ইউত্তাবা‘আ আম্মাল লাইয়াহিদ্দীইল্লাআইঁ ইউহদা- ফামা-লাকুম কাইফা তাহকুমূন।

অর্থ

মুফতী তাকী উসমানী

বল, তোমরা যাদেরকে আল্লাহর শরীক সাব্যস্ত কর, তাদের মধ্যে এমন কেউ কি আছে, যে সত্যের পথ দেখায়? বল, আল্লাহই সত্যের পথ দেখান। বল, যিনি সত্যের পথ দেখান তিনিই কি এর বেশি হকদার যে, তাঁর আনুগত্য করা হবে, না সেই (বেশি হকদার) যে নিজে পথ পায় না, যতক্ষণ না অন্য কেউ তাকে পথ দেখায়? ২৪ তা তোমাদের কী হয়েছে? তোমরা কি রকমের সিদ্ধান্ত গ্রহণ কর?

তাফসীরে মুফতি তাকি উসমানী

২৪. অর্থাৎ মানুষের দোজাহানের মুক্তির সত্যিকারের পথ কেবল আল্লাহ তাআলাই দেখাতে পারেন। তাঁর পথ-নির্দেশ ছাড়া কোন মানুষের পক্ষে নিজ জ্ঞান-বুদ্ধি দ্বারা সত্যের পথ নির্ণয় করা সম্ভব নয়। কাজেই মুক্তির জন্য দেব-দেবীর তো নয়ই, এমন কি কোন মানুষেরও অনুসরণ-আনুগত্য করার কোন অবকাশ নেই, তাতে সে মানুষ যত বড় বিদ্বান বা দার্শনিকই হোক না কেন। বরং আনুগত্য করতে হবে কেবল পরম দিশারী আল্লাহর এবং তাঁর নির্দেশে নবী-রাসূলগণের বা যারা নবীর শিক্ষানুসারে মানুষের পথ-প্রদর্শন করেন তাদের। তাদের পথ-প্রদর্শন যেহেতু আল্লাহ তা‘আলার হুকুম মোতাবেক হয়, তাই তাদের আনুগত্য প্রকৃতপক্ষে আল্লাহ তা‘আলারই আনুগত্য। -অনুবাদক
﴾﴿
সূরা ইউনুস, আয়াত ১৩৯৯ | মুসলিম বাংলা