প্রত্যেকে অতীতে যা-কিছু করেছে, সেই সময়ে সে নিজেই তা যাচাই করে নেবে। ১৯ সকলকেই তাদের প্রকৃত মালিক আল্লাহর কাছে ফিরিয়ে নেওয়া হবে এবং তারা যে মিথ্যা রচনা করেছিল, তা তাদের থেকে নিরুদ্ধেশ হয়ে যাবে। ২০
তাফসীরে মুফতি তাকি উসমানী
১৯. অর্থাৎ তারা তো এই মিথ্যা বিশ্বাস তৈরি করে নিয়েছিল যে, দেব-দেবীরা তাদের পক্ষে সুপারিশ করবে, তাই পূজা-অর্চনা করে তাদের খুশি রাখা চাই, কিন্তু কিয়ামতের দিন সুপারিশের জন্য তাদের কোন পাত্তাই পাবে না। তারা তাদের থেকে সম্পূর্ণ নিরুদ্দেশ হয়ে যাবে। তখন তারা বুঝতে পারবে দেব-দেবীর পূজা কারাটা কেমন নিরর্থক ও নির্বুদ্ধিতার কাজ ছিল। -অনুবাদক