হযরত মাওলানা শাহ তৈয়্যেব আশরাফ

Blog Writer Image

হযরত মাওলানা শাহ তৈয়্যেব আশরাফ

শাইখুল হাদীস আরেফ বিল্লাহ  হযরত মাওলানা শাহ তৈয়্যেব আশরাফ সাহেব


তিনি হযরত থানভী রহ এর সিলসিলার মস্ত বড়ো বুজুর্গ আরেফ বিল্লাহ হযরত মাওলানা শাহ আব্দুল মতীন বিন হুসাইন সাহেব পীর সাহেব, ঢালকা নগর এর একান্ত আস্থাভাজন ও বিশিষ্ট খলীফা, মাদরাসা মারকাযুল ইহসান ঢাকা এর স্বনামধন্য প্রিন্সিপাল এবং

বাইতুল আমান স্টিমারঘাট জামে মসজিদ বাদামতলী ঢাকা এর সম্মানিত খতীব। তিনি সর্বজন শ্রদ্ধেয় ও উঁচু স্তরের একজন আলেম ও আধ্যাত্মিক রাহবার।

তাঁর সাফল্যময় ও বর্নাঢ্য জীবন সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতি তুলে ধরা হলো:


বংশ পরিচয়

মাওলানা তৈয়্যেব আশরাফ সাহেব চাঁদপুর জেলার অত্যন্ত সম্ভ্রান্ত ও শিক্ষিত পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর সম্মানিত পিতার নাম হাফেয মুহাম্মদ কুতুবউদ্দিন সাহেব। যিনি অনেক বড় একজন হাফেয এবং হাজারো হাফেয- আলেমদের উস্তাদ।


শিক্ষা জীবন:


যুগশ্রেষ্ঠ এবং আন্তর্জাতিক পর্যায়ে বহির্বিশ্বে স্বীকৃতিপ্রাপ্ত হাফেয ক্বারী আব্দুল হক সাহেব এর মাদরাসা থেকে হিফয সম্পন্ন করেন। অতঃপর বাংলাদেশের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান মাদরাসা বাইতুল উলূম ঢালকানগর ঢাকা থেকে ২০০২ সালে দাওরা হাদিস তথা মাস্টার্স সমমান পর্যন্ত দ্বীনি শিক্ষা অর্জন সমাপ্ত করেন।


কর্ম জীবন:

প্রখর মেধা-যোগ্যতা এবং অত্যন্ত খোদাভীরুতার প্রতি আকৃষ্ট হয়ে মাদরাসা বাইতুল উলূম ঢালকানগর ঢাকার উস্তাদগণ তাকে অত্র মাদ্রাসার শিক্ষক হিসেবে নিয়োগ প্রদান করেন এবং দীর্ঘ ৪ বছর অত্যন্ত সম্মান ও মর্যাদার সাথে তিনি সেখানে দ্বীনি শিক্ষা প্রদান করেন। 


২০০৬/৭ সালে  তিনি মাদরাসা মারকাযুন নূর নামে ঢালকা নগর, গেন্ডারিয়া, ঢাকাতে একটি দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন। সেখানে শিশু শ্রেণী থেকে দাওরা হাদিস তথা মাস্টার্স সমমান পর্যন্ত সকল বিভাগের কার্যক্রম চলমান ছিলো। 


বর্তমানে তিনি ২০১৮ সালে প্রতিষ্ঠিত দ্বীনী শিক্ষা প্রতিষ্ঠান মাদরাসা মারকাযুল ইহসান, ঢাকা এর স্বনামধন্য প্রিন্সিপাল ও মোতাওয়াল্লী হিসেবে দায়িত্বরত আছেন। তাঁর ন্যায়-নিষ্ঠা, সুদক্ষ ও গতিশীল পরিচালনা ব্যবস্থা এবং অক্লান্ত প্রচেষ্টার ফলে মাত্র ৫ বছরের মধ্যেই মদ্রাসাটি শিশু শ্রেণী থেকে দাওরা হাদিস তথা মাস্টার্স সমমান পর্যন্ত সকল বিভাগে অভাবনীয় সাফল্যের সঙ্গে শিক্ষা কার্যক্রম অব্যাহত রেখে এক বিরল ইতিহাসের সূচনা করেছে। বাংলাদেশ কওমী মাদরাসা শিক্ষাবোর্ড (বেফাক) এর অধীনে অনুষ্ঠিত কেন্দ্রীয় পরীক্ষায় প্রতি বছরই দেশের ঐতিহ্যবাহী এই দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসা মারকাযুল ইহসান ঢাকা আল্লাহপাকের অশেষ মেহেরবানীতে অত্যন্ত ঈর্ষণীয় সাফল্য অর্জন করে আসছে। এরই ধারাবাহিকতায় গত ১৪৪২ হিজরী মোতাবেক ২০২১ ঈসায়ী শিক্ষাবর্ষের কেন্দ্রীয় পরীক্ষায় হিফয বিভাগে ১ম স্থান অধিকারসহ মোট ২৭ জন শিক্ষার্থী সর্বোচ্চ মেধাতালিকায় উত্তীর্ণ হয়েছে। এবং ১৪৪৩ হিজরী মোতাবেক ২০২২ ঈসায়ী শিক্ষাবর্ষে হিফজ বিভাগে ২য় স্থান অধিকারসহ মোট ৪৬ জন সর্বোচ্চ মেধাতালিকায় উত্তীর্ণ হয়েছে,আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, প্রতি বছর তাঁর পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানটি থেকে শত-শত ছোট্ট-মাসুম শিশুরা পবিত্র কুরআনে কারীম হিফয সমাপ্ত করছে এবং অনেক শিক্ষার দাওরা হাদিস এর সনদ গ্রহণে  ধন্য হচ্ছে।


এছাড়াও তিনি দীর্ঘদিন ধরে বাইতুল আমান স্টিমারঘাট জামে মসজিদ, বাদামতলী, ঢাকায় খতীব হিসেবে দায়িত্বরত আছেন। 


পাশাপাশি   ইসলামের প্রচার-প্রসার ও জনসাধারণের দ্বীন-ইমান সংরক্ষণের লক্ষ্যে তিনি সারাবছর দেশের বিভিন্ন অঞ্চলে ছুটে যান এবং বিভিন্ন দ্বীনি মাহফিলে গুরুত্বপূর্ণ বক্তৃতা রাখেন। তাঁর আল্লাহপ্রদত্ত গভীর ইলম, বিস্ময়কর উপস্থাপনাশক্তি ও বাগ্মীতার ফলে সর্বশ্রেণীর জনসাধারণ অত্যন্ত মুগ্ধচিত্তে তাঁর অমূল্য নসীহত শ্রবণ করে উপকৃত হয়।

হযরত মাওলানা শাহ তৈয়্যেব আশরাফ-এর বয়ানসমূহ