উস্তায ফজলে রাববি মাদানী

উস্তায ফজলে রাববি মাদানী
https://topofstacksoftware.com/images/9aad7128-9efa-49e9-b480-8c0f43bc904a.png">
উস্তায ফজলে রাববি
তরুণ আলেম ও দায়ী। উত্তরবঙ্গের গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানায় তিনি জন্মগ্রহণ করেন। শৈশবেই নানার হাত ধরে মাদ্রাসা শিক্ষার যাত্রা শুরু হয়। কৈশরের প্রারম্ভে সম্পূর্ণ কুরআন কারিম হিফজ করেন, এরপর ইলমের নগরী দক্ষিণাঞ্চলের চট্টগ্রামে সফর করেন। ঐতিহ্যবাহী নাজিরহাট বড় মাদ্রাসা, দারুল মা’আরিফ এবং সবশেষ উম্মুল মাদারিসখ্যাত দারুল উলুম হাটহাজারী থেকে ২০২১ সনে দাওরায়ে হাদীস (মাস্টার্স) সম্পন্ন করেন। এরপর ‘উলুমুল কুরআন’ বিভাগেও কিছুদিন পড়াশুনা করেন। এছাড়াও আলিয়া মাদ্রাসা থেকে দাখিল, আলিম সম্পন্ন করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আরবী বিভাগে অধ্যয়ন করার সুযোগ পান। সে সময় তিনি লক্ষ্য করেন, শুধু দুনিয়াবী ও পাশ্চত্য শিক্ষা অর্জন লাভ করা বড় একটি প্রজন্ম দ্বীন বিমুখ হয়ে বেড়ে উঠছে। এ সময় তার মধ্যে দাওয়াতী চেতনা গড়ে ওঠে এবং জেনারেলপড়ুয়াদের নিয়ে বিভিন্ন দাওয়াতী কাজ শুরু করেন। প্রতিষ্ঠা করেন অনলাইনভিত্তিক দ্বীনি জ্ঞানার্জনের উন্মুক্ত প্লাটফর্ম ‘তাহযিব ইনস্টিটিউট’। এ পর্যন্ত কয়েক হাজার জেনালেপড়ুয়া শিক্ষার্থী প্লাটফর্মটি থেকে ইসলামের জ্ঞানার্জন করার সুযোগ পেয়েছে। এছাড়াও দাওয়াতী কাজে মূলধারার রেডিও, টেলিভিশন ও মিডিয়ায় ইসলামের প্রচার ও দাওয়াতে তিনি সরব। পাশাপাশি লেখালেখি ও অনুবাদের কাজেও সময় দেন।
২০২২ সালে সৌদি সরকারের স্কলারশিপ নিয়ে তিনি বিশ্ববিখ্যাত ইসলামি বিদ্যাপিঠ ‘মদীনা ইসলামি বিশ্ববিদ্যালয়ে’ পড়ার সুযোগ লাভ করেন। সেখানে কৃতিত্বের সাথে `ডিপ্লোমা ইন এরাবিক’ সম্পন্ন করে বর্তমানে ‘আক্বিদা ও দাওয়াহ’ বিভাগে উচ্চশিক্ষা গ্রহণ করছেন। পাশাপাশি অনলাইন-অফলাইনে শিক্ষা, দাওয়াহ, লেখালেখি ও সেবামূলক কাজে যথাসাধ্য যুক্ত আছেন। আল্লাহ সুব. তাঁর খিদমাহকে কবুল করুন।