উসামা ইবনে উমায়র হুযালী (রাঃ)
সকল রাবী একত্রে দেখুনত্ববকা (রিজাল শাস্ত্রে রাবীর অবস্থান): সাহাবী
জীবনী
উসামা ইবন উমায়র রাযি.। তিনি হুযায়ল গোত্রীয় একজন সাহাবী। তিনি ঠিক কখন ইসলাম গ্রহণ করেছেন তা জানা যায় না। তবে তাঁর বর্ণিত একটি হাদীছে উল্লেখ আছে যে, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে হুনায়নের যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। পরবর্তী জীবনে তিনি কূফায় বসবাস করেছেন।...
আরবী জীবনী