জাবির ইবনে সুলাইম (রাঃ)

সকল রাবী একত্রে দেখুন

ত্ববকা (রিজাল শাস্ত্রে রাবীর অবস্থান): সাহাবী

বর্ণিত হাদীসসমূহ দেখুন

জীবনী

হযরত জাবির ইবন সুলায়ম রাযি. হযরত জাবির ইবন সুলায়ম রাযি. হুজায়ম গোত্রীয় একজন সাহাবী। তাঁর উপনাম আবু জুরায়্য। তিনি উপনামেই বেশি প্রসিদ্ধ। আসল নাম সম্পর্কে বর্ণনা দু'রকমের। এক বর্ণনা অনুযায়ী তাঁর নাম জাবির আর পিতার নাম সুলায়ম। অন্য বর্ণনা অনুযায়ী তিনি সুলায়ম ইবন জাবির। অর্থাৎ তাঁর নাম সুলায়ম আর পিতার নাম জাবির। হযরত জাবির ইবন সুলায়ম রাযি. একজন বেদুঈন ছিলেন। তাঁর গোত্র বনু হুজায়ম মরুপল্লীতে বসবাস করত। তিনি নিজ গোত্রের একটি প্রতিনিধিদলের সঙ্গে মদীনা মুনাউওয়ারায় আগমন করেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি একজন সচেতন ও বুদ্ধিমান লোক ছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সাক্ষাতের সময় তিনি বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছিলেন। যেমন তিনি বলেছিলেন, ইয়া রাসূলাল্লাহ! আমি মরুপল্লীবাসী এক ব্যক্তি। অর্থাৎ বেদুঈন। বেদুঈনদের মতো রুক্ষতা আমার চরিত্রে রয়েছে। আপনি আমাকে উপদেশ দিন। তিনি ইঙ্গিত করছেন, মদীনায় যারা বাস করে তাদের মতো ভদ্রতা ও আদব-কায়দা আমার জানা নেই। তাই আপনার সঙ্গে আচরণে আমার দ্বারা... বিস্তারিত পড়ুন

আরবী জীবনী