ইয়ায ইবনে হিমার মুজাশিঈ (রাঃ)

সকল রাবী একত্রে দেখুন

ত্ববকা (রিজাল শাস্ত্রে রাবীর অবস্থান): সাহাবী

বর্ণিত হাদীসসমূহ দেখুন

জীবনী

হযরত ইয়ায ইবন হিমার রাযি. হযরত ইয়ায ইবন হিমার রাযি. বিখ্যাত মুজাশি‘ গোত্রীয় একজন সাহাবী। তিনি আবূ সুফয়ানের মিত্র ছিলেন। ইসলামপূর্বকালে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে তাঁর মেলামেশা ছিল। তিনি যখন মক্কা মুকাররামায় আসতেন, তখন নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাপড় পরেই বায়তুল্লাহ শরীফের তাওয়াফ করতেন। তখন রেওয়াজ ছিল কা'বাঘরের তাওয়াফ করতে হলে কুরায়শ গোত্র ও তার মিত্র গোত্রসমূহের পোশাক ছাড়া অন্য কারও পোশাক পরিধান করে কা'বাঘরের তাওয়াফ করা যাবে না। যারা এরকম কারও পোশাক পেত না, তারা নগ্ন হয়েই তাওয়াফ করত। ইসলাম এ বৈষম্যমূলক প্রথা বাতিল করে দেয়। তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কী জীবনেই ইসলাম গ্রহণ করেন। ইসলামগ্রহণের আগে পূর্ব মেলামেশার সুবাদে তিনি তাঁকে একটি উটনী হাদিয়া দিতে চাইলে তিনি জিজ্ঞেস করলেন, হে ইয়ায! তুমি কি ইসলাম গ্রহণ করেছ? তিনি বললেন, না। ফলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিয়া গ্রহণ করতে অস্বীকার করেন। ইয়ায রাযি.-এর জীবনবৃত্তান্ত সম্পর্কে বিস্তারিত জানা যায় না। পরবর্তী জীবনে তিনি বসরায় বসবাস করেছেন... বিস্তারিত পড়ুন

আরবী জীবনী