হযরত হানযালা ইবনে রাবী উসাইদী (রাঃ)

حنظلة بن الربيع بن المرقع بن صيفي الاسيدي

সকল রাবী একত্রে দেখুন

ত্ববকা (রিজাল শাস্ত্রে রাবীর অবস্থান): সাহাবী

বর্ণিত হাদীসসমূহ দেখুন

জীবনী

হযরত হানযালা ইবনুর রাবী' রাযি. বনূ তামীম গোত্রের একজন বিখ্যাত সাহাবী। তাঁর উপনাম আবু রিবাঈ। তাঁর পিতার নাম রাবী' অথবা রাবী'আ। তিনি নিজ গোত্রের প্রতিনিধি দলের সঙ্গে মদীনা মুনাওয়ারায় আগমন করেন এবং নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাক্ষাৎ লাভ করেন। নবী কারীম সাল্লাল্লাহু 'আলাইহি ওয়া সাল্লাম তাঁকে দায়িত্ব দিয়েছিলেন যেন নিজ গোত্রের লোকজনকে ইসলামের দিকে ডাকেন। তিনি লিখতে জানতেন। নবী কারীম সাল্লাল্লাহু 'আলাইহি ওয়া সাল্লাম তাঁকে তাঁর একজন লেখক হিসেবে মনোনীত করেছিলেন। তিনি তাঁর প্রয়োজনীয় বিষয়াবলি লেখার দায়িত্ব আঞ্জাম দিতেন। তাই তাঁকে হানযালা আল-কাতিব বা লিপিকর হানযালাও বলা হয়ে থাকে। তিনি ছাড়াও নবী কারীম সাল্লাল্লাহু 'আলাইহি ওয়া সাল্লামের আরও কয়েকজন কাতিব ছিলেন। তিনি প্রিয়নবী সাল্লাল্লাহু 'আলাইহি ওয়া সাল্লামের অত্যন্ত আস্থাভাজন ছিলেন। তিনি নিজ ঈমান-আমলের প্রতি অত্যন্ত সচেতন ছিলেন, আলোচ্য হাদীছটি দ্বারা তার প্রমাণ পাওয়া যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 'আলাইহি ওয়া সাল্লাম তাঁকে তায়েফবাসীর কাছে দূত হিসেবে পাঠিয়েছিলেন এ কথা জানার জন্য যে, তারা সন্ধি করতে চায় কি না। তিনি যখন এ দায়িত্ব... বিস্তারিত পড়ুন

আরবী জীবনী

حَنْظَلَةُ بْنُ الرَّبِيعِ بْنِ الْمُرَقَّعِ بْنِ صَيْفِيٍّ الْأُسَيِّدِيُّ التَّمِيمِيُّ كَاتِبُ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ ابْنُ أَخِي أَكْثَمَ بْنِ صَيْفِيٍّ رَوَى عَنْهُ أَبُو عُثْمَانَ النَّهْدِيُّ وَيَزِيدُ بْنُ الشِّخِّيرِ وَالْمُرَقَّعُ بْنُ صَيْفِيٍّ وَالْهَيْثَمُ بْنُ حَنَشٍ - حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ أَحْمَدَ، ثنا عَبْدُ اللهِ بْنُ مُحَمَّدِ بْنِ سَعِيدِ بْنِ أَبِي مَرْيَمَ، ثنا الْفِرْيَابِيُّ، ح وَثنا سُلَيْمَانُ بْنُ أَحْمَدَ، ثنا عَلِيُّ بْنُ عَبْدِ الْعَزِيزِ، ثنا أَبُو نُعَيْمٍ، قَالَا: ثنا سُفْيَانُ، عَنْ سَعِيدٍ الْجَرِيرِيِّ، عَنْ أَبِي عُثْمَانَ النَّهْدِيِّ، عَنْ حَنْظَلَةَ الْكَاتِبِ الْأُسَيِّدِيِّ، قَالَ: كُنَّا عِنْدَ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَذَكَرْنَا الْجَنَّةَ وَالنَّارَ حَتَّى كَأَنَّا رَأْيُ عَيْنٍ، فَقُمْتُ إِلَى أَهْلِي وَوَلَدِي فَضَحِكْتُ وَلَعِبْتُ فَذَكَرْتُ الَّذِي كُنَّا فِيهِ فَخَرَجْتُ، فَلَقِيتُ أَبَا بَكْرٍ، فَقُلْتُ: نَافَقْتُ نَافَقْتُ، فَقَالَ أَبُو بَكْرٍ: إِنَّا لَنَفْعَلُهُ، فَذَهَبَ حَنْظَلَةُ فَذَكَرَهُ لِلنَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: «يَا حَنْظَلَةُ لَوْ كُنْتُمْ كَمَا تَكُونُونَ عِنْدِي لَصَافَحَتْكُمُ الْمَلَائِكَةُ عَلَى فُرُشِكُمْ أَوْ طُرُقِكُمْ أَوْ نَحْوَ ذَا، يَا حَنْظَلَةُ سَاعَةً وَسَاعَةً» وَرَوَاهُ جَعْفَرُ بْنُ سُلَيْمَانَ، عَنِ... বিস্তারিত পড়ুন

হযরত হানযালা ইবনে রাবী উসাইদী (রাঃ) | মুসলিম বাংলা