উসমান ইবনে আবুল আস ছাকাফী (রাঃ)

সকল রাবী একত্রে দেখুন

ত্ববকা (রিজাল শাস্ত্রে রাবীর অবস্থান): সাহাবী

বর্ণিত হাদীসসমূহ দেখুন

জীবনী

হযরত উছমান ইবন আবুল 'আস রাযি. হযরত উছমান ইবন আবুল 'আস রাযি. একজন বিখ্যাত সাহাবী। তিনি তায়েফের বিখ্যাত ছাকীফ গোত্রের লোক। তাঁর উপনাম আবূ আব্দুল্লাহ। তিনি ছিলেন এক দীর্ঘজীবী সাহাবী। তাঁর মায়ের নাম ফাতিমা বিনতে আব্দুল্লাহ। তিনি নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মকালে তাঁর মা আমিনার কাছে উপস্থিত ছিলেন। তাঁর মা তাঁর কাছে বর্ণনা করেছেন যে, তিনি নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মকালে সারাটা ঘর আলোয় আলোকিত দেখতে পান। এমনকি তার মনে হয়েছিল আকাশের নক্ষত্ররাজি বুঝি খসে পড়বে। হি. ৮ম সনে মক্কাবিজিত হয়। তারপর তায়েফে ছাকীফ ও হাওয়াযিন গোত্রের বিরুদ্ধে হুনায়নের যুদ্ধ অনুষ্ঠিত হয়। সে যুদ্ধে গোত্রদু'টির পরাজয় ঘটে। তারপর তাদের পরাজিত সৈন্যদের একটি দল তায়েফের দুর্গে আশ্রয় গ্রহণ করে। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুর্গটি প্রায় একমাস অবরোধ করে রাখেন। তারপর বিভিন্ন বিষয় চিন্তা করে তিনি অবরোধ তুলে নেন এবং মদীনা মুনাওয়ারায় ফিরে আসেন। তারপর এক বছর গত হয়।... বিস্তারিত পড়ুন

আরবী জীবনী