মুআবিয়া ইবনুল হাকাম (রাঃ)
সকল রাবী একত্রে দেখুনত্ববকা (রিজাল শাস্ত্রে রাবীর অবস্থান): সাহাবী
জীবনী
হযরত মু'আবিয়া ইবনুল হাকাম রাযি. হযরত মু'আবিয়া ইবনুল হাকাম রাযি, সুলায়ম গোত্রীয় একজন সাহাবী। তিনি তাঁর ভাই উমার ও আলী সহ সর্বামোট ৬ ভাই নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সাক্ষাৎ করে ইসলাম গ্রহণ করেন। সুফফায় অবস্থানকারী সাহাবীদের মধ্যেও তাঁর উল্লেখ পাওয়া যায়। তাঁর ইসলামগ্রহণের তারিখ, জিহাদে অংশগ্রহণ, ইন্তিকাল ইত্যাদি বিষয়ে কোনও তথ্য পাওয়া যায় না। সহীহ মুসলিমসহ বিভিন্ন হাদীছগ্রন্থে তাঁর সূত্রে একটি বিস্তারিত হাদীছ উদ্ধৃত হয়েছে। সে হাদীছটি কোথাও সংক্ষেপে, কোথাও বিশদ, কোথাও তার এক অংশ এবং কোথাও অন্য অংশ বর্ণিত হয়েছে। সে হাদীছটির একটি বড় অংশ সহীহ মুসলিমের বরাতে রিয়াযুস সালিহীনের বর্তমান অধ্যায়েও উল্লেখ করা হয়েছে। হাদীছটির বিশদ বিবরণে যেসব কথা আছে, তার মধ্যে রয়েছে নামাযে কথা বলা, কোনওকিছুর দ্বারা শুভ-অশুভ নির্ণয় করা, জ্যোতিষী ও অতীন্দ্রিয়বাদীদের কাছে গমন, গণকের শরণাপন্ন হওয়া ইত্যাদি বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিষেধাজ্ঞা। তাতে আরও আছে, হযরত মু'আবিয়া ইবনুল হাকাম রাযি.-এর একটি দাসী উহুদ পাহাড়ের দিকে ছাগল চরাত। একদিন তাঁর একটি ছাগল বাঘে খেয়ে... বিস্তারিত পড়ুন
আরবী জীবনী