হযরত রবী‘আ ইবনে কা‘ব আসলামী (রাঃ)

সকল রাবী একত্রে দেখুন

ত্ববকা (রিজাল শাস্ত্রে রাবীর অবস্থান): সাহাবী

বর্ণিত হাদীসসমূহ দেখুন

জীবনী

হযরত রাবী'আ ইবন কা'ব রাযি. হিজাযবাসী একজন সাহাবী। তিনি বনূ আসলাম গোত্রের একজন লোক ছিলেন। তাঁর উপনাম আবূ ফিরাস। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের খাদেম ছিলেন। বাড়িতেও তাঁর সঙ্গে থাকতেন এবং সফরেও তাঁর সঙ্গী হতেন। তিনি মসজিদে নববী সংলগ্ন সুফ্ফায় অবস্থান করতেন, যেখানে অন্যান্য গরীব সাহাবীগণ থাকতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 'আলাইহি ওয়া সাল্লামের হুজরার দরজায় তিনি ঘুমাতেন, যাতে প্রয়োজনমুহূর্তে তিনি তাঁকে কাছে পান। এ হাদীছ দ্বারা জানা যায়, তিনি তাঁর ওযূর পানি ও অন্যান্য প্রয়োজনীয় জিনিস এনে দিতেন। তিনি নবী কারীম সাল্লাল্লাহু 'আলাইহি ওয়া সাল্লামের ওফাত পর্যন্ত এভাবে তাঁর খেদমত করতে থাকেন। তাঁর ওফাতের পর মদীনা থেকে একটু দূরে আসলাম গোত্রের এলাকায় চলে যান। মৃত্যু পর্যন্ত সেখানেই বসবাস করেন। তিনি ৬৩ হিজরীতে ইন্তিকাল করেন। তাঁর সূত্রে ১২টি হাদীছ বর্ণিত আছে।...

আরবী জীবনী

হযরত রবী‘আ ইবনে কা‘ব আসলামী (রাঃ) | মুসলিম বাংলা