মা'কিল ইবনে ইয়াসার (রাঃ)
সকল রাবী একত্রে দেখুনত্ববকা (রিজাল শাস্ত্রে রাবীর অবস্থান): সাহাবী
জীবনী
হযরত মা'কিল ইবন ইয়াসার রাযি. একজন বিখ্যাত সাহাবী। তাঁর উপনাম আবু আলী। কেউ বলেন আবু আব্দুল্লাহ। আবার কেউ আবূ ইয়াসারও বলেছেন। রিয়াযুস সালিহীনে যে তাঁর উপনাম আবূ ইয়া'লা মুদ্রিত হয়েছে, এটা সঠিক নয়। উল্লেখ্য, ইমাম 'ইজলী রহ.-এর মতে সাহাবীদের মধ্যে একমাত্র তাঁরই উপনাম আবু আলী। এ উপনামে অন্য কোনও সাহাবীর উল্লেখ পাওয়া যায় না। তবে ইবনে হাজার আসকালানী রহ. এ মতের উপর আপত্তি করে বলেন যে, হযরত কায়স ইবন আসিম রাযি. এবং তালক ইবন আলী রাযি.-এরও উপনাম ছিল আবু আলী। তিনি মক্কার মুযায়না গোত্রে জন্মগ্রহণ করেন। তাঁর ঊর্ধ্বতন পূর্বপুরুষের নাম উছমান ইবন আমর। উছমানের মায়ের নাম ছিল মুযায়না। তার সঙ্গে সম্পৃক্ত করেই এ বংশকে বনূ মুযায়না বলা হয়। হযরত মা'কিল রাযি. হিজরী ৬ষ্ঠ সনে হুদায়বিয়া সফরের আগে ইসলাম গ্রহণ করেন। তিনি এ সফরে অংশগ্রহণ করেছিলেন। বায়আতুর রিযওয়ানে অংশগ্রহণকারীদের মধ্যে তিনিও একজন। বায়আতকালে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার উপর থেকে একটি... বিস্তারিত পড়ুন
আরবী জীবনী