হযরত উসায়দ ইবনে হুযায়র রাযি.
সকল রাবী একত্রে দেখুনত্ববকা (রিজাল শাস্ত্রে রাবীর অবস্থান): সাহাবী
জীবনী
হযরত উসায়দ ইব্ন হুযায়র রাযি. একজন বিশিষ্ট সাহাবী। তাঁর উপনাম আবূ ইয়াহইয়া। কেউ বলেন, আবু 'ঈসা। তিনি আনসার সম্প্রদায়ের আওস গোত্রীয় লোক ছিলেন। তাঁর পিতা হুযায়র ছিলেন আওস গোত্রের একজন নেতা। হযরত উসায়দ রাযি. ইসলামের শুরু দিকেই মদীনা মুনাওয়ারায় হযরত মুস'আব ইবন 'উমায়র রাযি.-এর হাতে ইসলাম গ্রহণ করেন। তারপর 'আকাবার বাই'আতে অংশগ্রহণ করেন। বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছেন কিনা সে সম্পর্কে মতভিন্নতা আছে। তবে উহুদ ও তার পরবর্তী যুদ্ধসমূহে শরীক ছিলেন। উহুদের যুদ্ধে অবিচল থেকে লড়াই চালিয়ে যাচ্ছিলেন। এদিন তাঁর শরীরে সাত জায়গায় জখম হয়ে যায়। তিনি একজন বিচক্ষণ ও বুদ্ধিমান লোক ছিলেন। চমৎকার কুরআন তিলাওয়াত করতেন। নবী কারীম সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লাম তাঁর সম্পর্কে মন্তব্য করেন, উসায়দ ইব্ন হুযায়র বড় ভালো লোক। হযরত আবূ বকর সিদ্দীক রাযি. তাঁকে খুব সম্মান করতেন। হযরত 'আয়েশা সিদ্দীকা রাযি. বলেন, উসায়দ ইব্ন হুযায়র সর্বোত্তম লোকদের একজন। হযরত উসায়দ রাযি. বলতেন, তিনটি অবস্থায় আমি যেমন থাকি সেরকম যদি সর্বাবস্থায় থাকতে পারতাম- যখন কুরআন মাজীদ শুনি বা... বিস্তারিত পড়ুন
আরবী জীবনী