উম্মুল মু'মিনীন যায়নাব বিনতে জাহশ (রাঃ)

زينب بنت جحش بن رياب أم المؤمنين

সকল রাবী একত্রে দেখুন

ত্ববকা (রিজাল শাস্ত্রে রাবীর অবস্থান): মহিলা সাহাবী

বর্ণিত হাদীসসমূহ দেখুন

জীবনী

উম্মুল মু'মিনীন হযরত যায়নাব বিনত জাহশ রাযি.-এর উপনাম 'উম্মুল হাকাম'। তাঁর উপাধি ছিল উম্মুল মাসাকীন- গরীব মিসকীনদের মা। আগে তাঁর নাম ছিল বাররাহ। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সঙ্গে বিবাহের পর তিনি তাঁর এ নাম পরিবর্তন করে দেন এবং নতুন নাম রাখেন যায়নাব। তিনি বিখ্যাত সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে জাহশ রাযি. ও হামনা বিনতে জাহশ রাযি.-এর বোন। তাঁর পিতা জাহশ ইবনে রাবাব নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ফুফা ছিলেন। এবং তাঁর মা উমায়মা বিনতে আব্দুল মুত্তালিব ছিলেন নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ফুফু। সুতরাং তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ফুফাতো বোন। তাঁর পিতার গোত্রের নাম বনু আসাদ। হযরত যায়নাব রাযি. শুরুর দিকেই ইসলাম গ্রহণ করেন। প্রথমে নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আযাদকৃত গোলাম হযরত যায়দ ইবনে হারিছা রাযি.-এর সঙ্গে তাঁর বিবাহ হয়। কিন্তু সেই বিবাহ টেকেনি। তাঁদের মধ্যে বিচ্ছেদ হয়ে যাওয়ার পর হিজরী ৫ম সালে নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া... বিস্তারিত পড়ুন

আরবী জীবনী

زَيْنَبُ بِنْتُ جَحْشِ بنِ رِيَابٍ أُمُّ المُؤْمِنِيْنَ وَابْنَةُ عَمَّةِ رَسُوْلِ اللهِ -صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ-. أُمُّهَا: أُمَيْمَةُ بِنْتُ عَبْدِ المُطَّلِبِ بنِ هَاشِمٍ. وَهِيَ أُخْتُ: حَمْنَةَ، وَأَبِي أَحْمَدَ. مِنَ المُهَاجِرَات الأُوَلِ. كَانَتْ عِنْدَ زَيْدٍ مَوْلَى النَّبِيِّ -صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ-. وَهِيَ الَّتِي يَقُوْلُ اللهُ فِيْهَا: {وَإِذْ تَقُوْلُ لِلَّذِي أَنْعَمَ اللهُ عَلَيْهِ وَأَنْعَمْتَ عَلَيْهِ: أَمْسِكْ عَلَيْكَ زَوْجَكَ وَاتَّقِ اللهَ، وَتُخْفِي فِي نَفْسِكَ مَا اللهُ مُبْدِيْهِ وَتَخْشَى النَّاسَ، وَاللهُ أَحَقُّ أَنْ تَخْشَاهُ، فَلَمَّا قَضَى زَيْدٌ مِنْهَا وَطَراً زَوَّجْنَاكَهَا} [الأَحْزَابُ: 370] فَزَوَّجَهَا اللهُ -تَعَالَى- بِنَبِيِّهِ بِنَصِّ كِتَابِهِ، بِلاَ وَلِيٍّ وَلاَ شَاهِدٍ، فَكَانَتْ تَفْخَرُ بِذَلِكَ عَلَى أُمَّهَاتِ المُؤْمِنِيْنَ، وَتَقُوْلُ: زَوَّجَكُنَّ أَهَالِيْكُنَّ، وَزَوَّجَنِي اللهُ مِنْ فَوْقِ عَرْشِهِ. وَفِي رِوَايَةِ البُخَارِيِّ: كَانَتْ تَقُوْلُ: إِنَّ اللهَ أَنْكَحَنِي فِي السَّمَاءِ.وَكَانَتْ مِنْ سَادَةِ النِّسَاءِ دِيْناً، وَوَرَعاً، وَجُوْداً، وَمَعْرُوْفاً - رَضِيَ اللهُ عَنْهَا -. وَحَدِيْثُهَا فِي الكُتُبِ السِّتَّةِ. رَوَى عَنْهَا: ابْنُ أَخِيْهَا؛ مُحَمَّدُ بنُ عَبْدِ اللهِ بنِ جَحْشٍ، وَأُمُّ المُؤْمِنِيْنَ أُمُّ حَبِيْبَةَ، وَــزَيْنَبُ بِنْتُ أَبِي سَلَمَةَ. وَأَرْسَلَ عَنْهَا: القَاسِمُ بنُ مُحَمَّدٍ. تُوُفِّيَتْ فِي سَنَةِ عِشْرِيْنَ، وَصَلَّى عَلَيْهَا عُمَرُ. مُحَمَّدُ بنُ عَمْرٍو: حَدَّثَنَا يَزِيْدُ بنُ خَصِيْفَةَ،... বিস্তারিত পড়ুন