হযরত সুলাইমান ইবনে সুরাদ রাযি.

সকল রাবী একত্রে দেখুন

ত্ববকা (রিজাল শাস্ত্রে রাবীর অবস্থান): সাহাবী

বর্ণিত হাদীসসমূহ দেখুন

জীবনী

হযরত সুলায়মান ইবন সুরাদ রাযি. খুযা'আ গোত্রের লোক। জাহিলী যুগে তাঁর নাম ছিল ইয়াসার। ইসলাম গ্রহণের পর নবী কারীম সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লাম তাঁর নাম রেখে দেন সুলায়মান। তিনি নিজ গোত্রে অত্যন্ত সম্মানিত লোক ছিলেন। একজন জ্ঞানী, গুণী, দীনদার ও 'ইবাদতগুযার লোক হিসেবে তাঁর বিশেষ খ্যাতি রয়েছে। পরবর্তী জীবনে তিনি কুফায় বসবাস করেন। তিনি মারওয়ান ইবনুল হাকামের শাসনকালে শাহাদাত বরণ করেন। তখন তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর। তাঁর সূত্রে ১৫টি হাদীছ বর্ণিত আছে।...

আরবী জীবনী

হযরত সুলাইমান ইবনে সুরাদ রাযি. | মুসলিম বাংলা