হযরত খাওলা বিনতে ছামির আনসারিয়্যা (রাঃ)

خولة بنت ثامر الأنصارية

সকল রাবী একত্রে দেখুন

ত্ববকা (রিজাল শাস্ত্রে রাবীর অবস্থান): মহিলা সাহাবী

বর্ণিত হাদীসসমূহ দেখুন

জীবনী

হযরত খাওলা বিনত ছামির রাযি, আনসার সম্প্রদায়ভুক্ত এক মহিলা সাহাবী। তাঁর পিতার নাম কায়স। ছামির ছিল তার উপাধি। তাই কোনও বর্ণনায় তাঁকে খাওলা বিনত কায়স এবং কোনও বর্ণনায় খাওলা বিনত ছামির নামে উল্লেখ করা হয়েছে। তিনি নবী কারীম সাল্লাল্লাহু 'আলাইহি ওয়া সাল্লামের চাচা হযরত হামযা রাযি.-এর স্ত্রী। তাঁর উপনাম উম্মু মুহাম্মাদ। কেউ বলেন উম্মু হাবীবা। উহুদের যুদ্ধে হযরত হামযা রাযি. শহীদ হয়ে যাওয়ার পর হযরত নু'মান ইবন 'আজলান আল-আনসারী রাযি.-এর সঙ্গে তাঁর বিবাহ হয়। ইবনুল জাওযী রহ. বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 'আলাইহি ওয়া সাল্লাম থেকে যে সকল সাহাবীর সূত্রে ৮টি করে হাদীছ বর্ণিত আছে, তাদের মধ্যে একজন হচ্ছেন খাওলা বিনত কায়স রাযি.। বুখারী ও মুসলিম শরীফে যে সকল সাহাবী থেকে বর্ণিত হাদীছ উদ্ধৃত হয়েছে, তাদের তালিকায় খাওলা বিনত ছামির রাযি, এরও উল্লেখ পাওয়া যায়। তবে তাঁর বর্ণিত হাদীছ কেবল সহীহ বুখারীতেই আছে, তাও মাত্র একটি। সহীহ মুসলিমে তাঁর বর্ণিত কোনও হাদীছ উদ্ধৃত হয়নি। তাঁর সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায় না।...

আরবী জীবনী

ب د ع: خولة بنت ثامر الأنصارية (2234) أخبرنا يحيى، إجازة، بإسناده عن ابن أبي عاصم، حدثنا يعقوب بن حميد، حدثنا عبد الله بن يزيد، عن سعيد بن أبي أيوب، قال: حدثني أبو الأسود، عن النعمان بن أبي عياش الزرقي، عن خولة الأنصارية، أنها قالت: سمعت رسول الله صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يقول: " الدنيا خضرة حلوة، وإن رجالا سيخوضون في مال الله بغير حق، لهم النار يوم القيامة ". أخرجها الثلاثة، وقال أبو عمر: قيل: هي، ابنة قيس بن فهد، وثامر لقب...