হযরত হুসায়ন ইবন ওয়াহওয়াহ রাযি.
সকল রাবী একত্রে দেখুনত্ববকা (রিজাল শাস্ত্রে রাবীর অবস্থান): সাহাবী
জীবনী
হযরত হুসায়ন ইবন ওয়াহওয়াহ রাযি. হযরত হুসায়ন ইবন ওয়াহওয়াহ রাযি. একজন আনসারী সাহাবী। তিনি আনসারদের আওস গোত্রের লোক। তাঁর ভাই তালহা ইবন ওয়াহওয়াহ রাযি.-ও একজন সাহানী ছিলেন। তাঁরা দু'জনই কাদেসিয়ার যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। কোনও কোনও ঐতিহাসিকের মতে তাঁরা এ যুদ্ধেই শাহাদাত বরণ করেন। ঐতিহাসিক ইবনুল কালবীর মতে হুসায়ন ইবন ওয়াহওয়াহ রাযি. এ যুদ্ধে শহীদ হননি। এর পরেও তিনি জীবিত ছিলেন। কারও কারও মতে তিনি কাদেসিয়ার নিকটবর্তী উযায়ব নামক স্থানে নিহত হন। তাঁর সম্পর্কে বিস্তারিত জানা যায় না।...
আরবী জীবনী