হযরত আবু রিমছা রাযি.

সকল রাবী একত্রে দেখুন

ত্ববকা (রিজাল শাস্ত্রে রাবীর অবস্থান): সাহাবী

বর্ণিত হাদীসসমূহ দেখুন

জীবনী

হযরত আবু রিমছা রাযি. হযরত আবু রিমছা রাযি, তায়ম গোত্রীয় একজন সাহাবী। তায়ম নামে দু'টি গোত্র ছিল। একটি রিবাব গোত্রের শাখা, যাদেরকে তায়মুর রিবাব বলা হত। আরেকটি হল কুরায়শ গোত্রের শাখা, যে গোত্রে হযরত আবু বকর সিদ্দীক রাযি, জন্মগ্রহণ করেছিলেন। হযরত আবু রিমছা রাখি, ছিলেন তায়মুর রিবাবের লোক। তাঁর প্রকৃত নাম নিয়ে প্রচুর মতভেদ। কেউ বলেন রিফা'আ। কারও মতে উমারা। তাছাড়া হিব্বান, জুনদুব, খাশখাশ ইত্যাদিও বলা হয়েছে। তিনি নিজ পিতার সঙ্গে মদীনায় এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সাক্ষাৎ করেন ও তাঁর প্রতি ঈমান আনেন। তাঁর চেহারা তাঁর পিতার সঙ্গে খুব বেশি সাদৃশ্যপূর্ণ ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর পিতাকে জিজ্ঞেস করেছিলেন, তোমার সঙ্গে এই কে? তিনি উত্তর দিলেন, আল্লাহর কসম! আমার পুত্র। আপনি সাক্ষী থাকুন। তাঁর এ উত্তর শুনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেসে দিলেন। কেননা তাঁর কসম করার কোনও প্রয়োজন ছিল না এবং সাক্ষী রাখারও দরকার ছিল না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর পিতাকে বলেছিলেন, সে কোনও অপরাধ করলে... বিস্তারিত পড়ুন

আরবী জীবনী

হযরত আবু রিমছা রাযি. | মুসলিম বাংলা