ত্ববকা (রিজাল শাস্ত্রে রাবীর অবস্থান): সাহাবী
জীবনী
হযরত আমর ইবন তাগলিব রাযি. হযরত আমর ইবন তাগলিব রাযি. আব্দুল কায়স গোত্রীয় একজন সাহাবী। তিনি বাহরায়নের বিখ্যাত জনপদ 'জুওয়াছা'-এর বাসিন্দা ছিলেন। কারও কারও মতে তিনি 'নামির' গোত্রের লোক। তিনি ঠিক কখন ইসলাম গ্রহণ করেছেন তা জানা যায় না। তিনি হৃদয়ের দিক থেকে একজন ঐশ্বর্যমণ্ডিত ঈমানদার ছিলেন। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর সে ঐশ্বর্যের প্রশংসাও করেছেন, যেমনটা আলোচ্য হাদীছে উদ্ধৃত হয়েছে। পরবর্তী জীবনে তিনি বসরায় বসবাস করেছেন। তিনি হযরত মু'আবিয়া রাযি. -এর আমলে ইন্তিকাল করেন। তাঁর সূত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েকটি হাদীছ বর্ণিত আছে। অধিকাংশের মতে তাঁর সূত্রে হাদীছ বর্ণনাকারী হিসেবে কেবল হাসান বসরী রহ.-এর নামই পাওয়া যায়। قال الإمام ابن عبد البر في الاستيعاب ١١٦٦/٣ : روى عنه الحسن بن أبي الحسن، والحكم بن الأعرج (المحرر...
আরবী জীবনী
ابن عبد البر - الاستيعاب في معرفة الصحابة عمرو بْن تغلب العبدي. من عبد القيس ويقال: إنه من النمر بْن قاسط، يعد فِي أهل البصرة. رَوَى عَنْهُ الْحَسَن بْن أبى الحسن، والحكم ابن الاعرج، يقال: هُوَ من أهل جؤاثي . حَدَّثَنَا [أَحْمَدُ، حَدَّثَنَا ] مَسْلَمَةُ، حَدَّثَنَا جَعْفَرُ بْنُ مُحَمَّدِ بْنِ الْحَسَنِ الأَصْبَهَانِيُّ، حَدَّثَنَا يُونُسُ بْنُ حَبِيبٍ، حَدَّثَنَا أَبُو دَاوُدَ الطَّيَالِسِيُّ، حَدَّثَنَا الْمُبَارَكُ بْنُ فَضَالَةَ، عَنِ الْحَسَنِ، عَنْ عَمْرِو بْنِ تَغْلِبَ، قَالَ: لَقَد قَالَ لِي رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَلِمَةً مَا أُحِبُّ أَنَّ لِي بِهَا حُمْرَ النَّعَمِ، أَتَى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِشَيْءٍ، فَأَعْطَى قَوْمًا، وَمَنَعَ قَوْمًا، وَقَالَ: إِنَّا لَنُعْطِي قَوْمًا نَخْشَى هَلَعَهُمْ وَجَزَعَهُمْ، وَأَكِلُ قَوْمًا إِلَى مَا جَعَلَ اللَّهُ فِي قُلُوبِهِمْ مِنَ الإِيمَانِ، وَمِنْهُمْ عَمْرُو بْنُ تَغْلِبَ. وَذَكَرَ الْبُخَارِيُّ، عَنْ أَبِي النُّعْمَانِ مُحَمَّدِ بْنِ الْفَضْلِ، عَنْ جَرِيرِ بْنِ حَازِمٍ، عَنِ الْحَسَنِ، قَالَ: حَدَّثَنَا عَمْرُو بْنُ تَغْلِبَ، قَالَ: أُتِيَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِمَالٍ، فَأَعْطَى قَوْمًا وَمَنَعَ آخَرِينَ، فَبَلَغَهُ... বিস্তারিত পড়ুন