হযরত আব্দুল্লাহ ইবন ইয়াযীদ আল-খাতমী রাযি.
সকল রাবী একত্রে দেখুনত্ববকা (রিজাল শাস্ত্রে রাবীর অবস্থান): সাহাবী
জীবনী
হযরত আব্দুল্লাহ ইবন ইয়াযীদ আল-খাতমী রাযি. একজন আনসারী সাহাবী। তাঁর উপনাম আবূ মূসা। তিনি আনসারদের আওস গোত্রের শাখা বনূ খাতমের লোক ছিলেন। তাঁর পিতাও একজন সাহাবী ছিলেন, যিনি উহুদ ও তার পরবর্তী যুদ্ধসমূহে অংশগ্রহণ করেছেন এবং মক্কাবিজয়ের আগেই তাঁর ইন্তিকাল হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যমানায় তিনি একজন যুবক ছিলেন। ১৭ বছর বয়সে তিনি বায়'আতুর রিযওয়ানে অংশগ্রহণ করেছিলেন। অতঃপর প্রতিটি যুদ্ধে নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে অংশগ্রহণ করেছেন। তিনি হযরত আলী রাযি.-এর নেতৃত্বে বিভিন্ন যুদ্ধে অংশগ্রহণ করেছেন। পরবর্তীকালে তিনি কূফায় বসবাস করেছেন। সেখানে তিনি একটি বাড়িও করেছিলেন। হযরত আব্দুল্লাহ ইবনুয যুবায়র রাযি.-এর শাসনামলে তিনি কিছুকাল তাঁর পক্ষ থেকে মক্কা মুকাররামার শাসনকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন। তাছাড়া তিনি হযরত ইবনুয যুবায়র রাযি.-এর পক্ষ থেকে কূফায়ও শাসনকর্তা নিযুক্ত হয়েছিলেন। তখন তাঁর বয়স ছিল ৬৫ বছর। তিনি খুব বেশি ইবাদত-বন্দেগী করতেন। বিশেষ করে নফল নামায খুব বেশি পড়তেন। হযরত ইবনুয যুবায়র রাযি.-এর আমলে তিনি ইন্তিকাল করেন।...
আরবী জীবনী