ত্ববকা (রিজাল শাস্ত্রে রাবীর অবস্থান): সাহাবী
জীবনী
আল-হারিছ ইবনুস সিমা আল-আনসারী (রা)-এর উপনাম আবু সাঈদ, মতান্তরে আবূ সা'দ। তিনি মদীনার সুবৃহৎ গোত্র খাযরাজ-এর শাখা বানু নাজ্জার-এ জন্মগ্রহণ করেন। তাঁর বংশলতিকা হল, আল-হারিছ ইবনুস- সিম্মা ইবন 'আমর ইবন 'উতায়ক ইবন 'আমর ইবন 'আমির (যার উপাধি ছিল মানুযূল) ইন মালিক ইবনিন-নাজ্জার আল-আনসারী। হারিছ (রা)-এর মাতার নাম ছিল তুমাদির বিনত 'আমর ইবন 'আমির। হারিছ ইবনুস সিমা (রা) ছিলেন মদীনায় প্রথমদিকে ইসলাম গ্রহণকারীদের অন্যতম। রাসূলুল্লাহ (সা) তাঁকে সুহায়ব ইবন সিনান (রা)-এর সাথে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করেন। তিনি বদর যুদ্ধে অংশগ্রহণের জন্য রাসূলুল্লাহ (সা)-এর সাথে রওয়ানা হন। কিন্তু 'রাওহা' নামক স্থানে গিয়ে অসুস্থ হয়ে পড়েন। তখন রাসুলুল্লাহ (সা) তাঁকে ফেরত পাঠান। অতঃপর বদর যুদ্ধের গনীমতের মাল হতে তাঁকে অংশ প্রদান করেন। এ জন্য তাঁকে বদর যুদ্ধে অংশগ্রহণকারীদের অন্তর্ভুক্ত বলে গণ্য করা হয়। তিনি রাসূলুল্লাহ (সা)-এর সাথে উহুদ যুদ্ধে অংশগ্রহণ করেন এবং মুসলিম বাহিনীর বিপর্যয়কালে যখন তারা ছত্রভঙ্গ হয়ে পড়েছিল তখন তিনি রাসূলুল্লাহ (সা)-এর নিকট মৃত্যুর শপথ গ্রহণ করত ময়দানে... বিস্তারিত পড়ুন
আরবী জীবনী
الحارث بن الصمة ب د ع: الحارث بْن الصمة بْن عمرو بْن عتيك بْن عمرو بْن عامر ولقبه: مبذول بْن مالك بْن النجار الأنصاري الخزرجي، ثم النجاري، يكنى: أبا سعد بابنه سعد. وكان رَسُول اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قد آخى بينه وبين صهيب بْن سنان، وكان فيمن سار مع رَسُول اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَى بدر، فكسر بالروحاء، فرده، وضرب له بسهمه وأجره، وشهد معه أحدًا، فثبت معه يومئذ، وقتل عثمان بْن عَبْد اللَّهِ بْن المغيرة، وأخذ سلبه، فأعطاه رَسُول اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ السلب، ولم يعط السلب يومئذ غيره، وبايع رَسُول اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى الموت، ثم شهد بئر معونة، وكان هو وعمرو بْن أمية في السرح، فرأيا الطير تعكف عَلَى منزلهم فأتوا، فإذا أصحابهم مقتولون، فقال لعمرو: ما ترى؟ قال: أرى أن ألحق برسول اللَّه صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فقال الحارث: ما كنت لأتأخر عن موطن قتل فيه المنذر، وأقبل حتى لحق القوم، فقاتل حتى... বিস্তারিত পড়ুন