ত্ববকা (রিজাল শাস্ত্রে রাবীর অবস্থান): সাহাবী
জীবনী
হারিছ ইবনুন নু'মান আল-আনসারী (রা) মদীনার খ্যাতনামা আওস গোত্রে জন্মগ্রহণ করেন। প্রামাণ্য সূত্রে তাঁর জন্ম ও মৃত্যু তারিখ জানা যায় না। তাঁর বংশলতিকা হল, আল-হারিছ ইবনুন-নু'মান ইবন উমাইয়া ইব্ন ইমরিইল-কায়স আল-বুরাক ইব্ন ছা'লাবা ইবন 'আমর ইবন 'আওফ ইব্ন মালিক ইবনিল- আওস আল-আনসারী আল-আওসী। তাঁর মাতার নাম ছিল হিন্দ বিন্ত আওস ইবন 'আদিয়্যি। আল-হারিছ ইবনুন নু'মান (রা) ছিলেন 'আবদুল্লাহ ইবন জুবায়র, খাওওয়াত ইব্ন জুবায়র ও আবূ দায়্যাহ নু'মান ইব্ন ছাবিত (রা)-এর চাচা। ঐতিহাসিক ও সীরাতবিদগণ সকলেই এ ব্যাপারে একমত যে, আল-হারিছ ইবনুন-নু'মান (রা) বদর ও উহুদ যুদ্ধে অংশগ্রহণ করেন। এক বর্ণনামতে তিনি 'আলী ইবন আবী তালিব (রা)-এর পক্ষাবলম্বন করে সিফ্ফীন-এর যুদ্ধে অংশগ্রহণ করেন। তাঁর কোন সন্তান ছিল না।...
আরবী জীবনী
الحارث بن النعمان بن أمية ب: الحارث بْن النعمان بْن أمية بْن امرئ القيس وهو البرك بْن ثعلبة بْن عمرو بْن عوف بْن مالك بْن الأوس الأنصاري الأوسي. شهد بدرًا، وأحدًا، وهو عم عَبْد اللَّهِ، وخوات ابني جبير. أخرجه أَبُو عمر....