সালীত ইব্‌ন ‘আমর আল খাযরাজী (রা)

سليط بن عمرو بن مالك

সকল রাবী একত্রে দেখুন

ত্ববকা (রিজাল শাস্ত্রে রাবীর অবস্থান): সাহাবী

বর্ণিত হাদীসসমূহ দেখুন

জীবনী

সালীত ইব্‌ন ‘আমর আল খাযরাজী (রা) একজন আনসার সাহাবী। নাম ‘আমর, মতান্তরে ‘উমায়র, উপনাম আবু দাউদ। পিতার নাম 'আমির ইবন মালিক। মাতার নাম নাইলা বিনত আবী ‘আসিম। মদীনার বানূ মাযিন গোত্রে জন্মগ্রহণ করেন। বিধায় তাঁকে আল- মাযিনী বলা হতো। তার বংশলতিকা হল, আবূ দাউদ 'উমায়র ইব্‌ন ‘আমির ইবন মালিক ইবনিল-খানসা ইবন মাবযূল ইবন 'আমর ইব্‌ন গান্‌ম ইব্‌ন মাযিন ইবনিন নাজ্জার। বিশ্বস্ত সূত্রে তাঁর জন্ম ও মৃত্যু তারিখ জানা যায় না। ‘আকাবার রাত্রে তিনি ও সালীত ইবন 'আমর রাসূলুল্লাহ (সা)-এর হাতে বায়'আত গ্রহণ করার উদ্দেশ্যে রওয়ানা হয়েছিলেন। কিন্তু গোত্রের সকলের বায়'আত সম্পন্ন হওয়ার কারণে তিনি সর্বাধিনায়ক 'আস'আদ ইবন যুরারা-এর হাতে বায় আত গ্রহণ করেন। বদর, উহুদ ও পরবর্তী সকল যুদ্ধে রাসূলুল্লাহ (সা)-এর সাথে তিনি অংশগ্রহণ করেছিলেন। আবুল বাতারী আল-আস ইবন হিশামকে তিনি হত্যা করেন এবং তার তরবারী হস্তগত করেন। দাউদ, সা'দ ও হামযা নামে তাঁর তিন পুত্র ছিল। তাঁদের মাতা ছিলেন নাইলা বিন্ত সুরাকা। জাফর নামে... বিস্তারিত পড়ুন

আরবী জীবনী

سليط بن عمرو بن مالك د ع: سليط بْن عمرو بْن مالك بْن حسل بعثه النَّبِيّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَى هوذة بْن علي صاحب اليمامة. ذكره ابن إِسْحَاق، عن الجعفي، عن عروة، عن المسور بْن مخرمة: فبعث رَسُول اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ سليطًا بْن عمرو إِلَى هوذة بْن علي. أخرجه ابن منده، وَأَبُو نعيم، ونسباه كما ذكرناه أول الترجمة. قلت: هذا سليط بْن عمرو بْن مالك، هو سليط بْن عمرو بْن عبد شمس، المذكور قبل هذه الترجمة، ولا أعلم لم فرق بينهما ابن منده، وَأَبُو نعيم، وَإِنما اشتبه عليهما حيث رأيا في نسب الأول عمرو بْن عبد شمس، وفي الثاني عمرو بْن مالك، فظناه غيره، ولهذا لم يذكرا في الأول إرساله إِلَى هوذة، وذكراه في الثاني، وقد رأيا في الأول نسبًا تامًا لم يسقط منه شيء، وفي الثاني قد نسب عمرو إِلَى مالك بْن حسل. فظناه تامً أيضًا، لم يسقط منه شيء، فجعلاهما اثنين، ولا شك أن النسب الثاني قد سقط منه ما... বিস্তারিত পড়ুন

সালীত ইব্‌ন ‘আমর আল খাযরাজী (রা) | মুসলিম বাংলা