সালিম ইবন ‘উমায়র ইবন ছাবিত আল-আওসী (রা)

سَالِمُ بْنُ عُمَيْرِ

সকল রাবী একত্রে দেখুন

ত্ববকা (রিজাল শাস্ত্রে রাবীর অবস্থান): সাহাবী

বর্ণিত হাদীসসমূহ দেখুন

জীবনী

সালিম ইবন ‘উমায়র ইবন ছাবিত আল-আওসী (রা) একজন আনসার সাহাবী। মদীনায় তাঁর জন্ম। প্রামাণ্য সূত্রে জন্ম ও মৃত্যুর সঠিক তারিখ জানা যায় না। তাঁর বংশলতিকা হল, সালিম ইবন 'উমায়র ইবন ছাবিত ইবন কুলফা ইবন ছা'লাবা ইবন 'আমর ইবন 'আওফ আল-আনসারী। তিনি ‘আকাবার শপথে অংশগ্রহণ করেন এবং বদর, উহুদ ও খন্দকসহ সকল যুদ্ধেই (তাবুক ব্যতীত) রাসূলুল্লাহ (সা)-এর সাথে অংশগ্রহণ করেন। রাসূলুল্লাহ (সা) ও ইসলামের প্রতি তাঁর প্রগাঢ় মুহাব্বত ছিল। মদীনায় আৰু 'আফাক নামে সালিম (রা)-এর গোত্রেরই ১২০ বছর বয়সের এক বৃদ্ধ ছিল সে নিজে ইসলাম গ্রহণতো করেই নাই উপরন্ত কবিতার মাধ্যমে অন্যকে রাসূলুল্লাহ (সা)-এর সাথে শত্রুতা পোষণ করতে উদ্বুদ্ধ করত। সালিম (রা) তা সহ্য করতে না পেরে তাকে হত্যা করার সংকল্প করেন। অতঃপর রাসূলুল্লাহ (সা)-এর নির্দেশে হিজরতের ২০তম (শাওয়াল) মাসে সালিম (রা) তাকে হত্যা করেন। (ইবন সা'দ, আত- তাবাকাতুল কুবরা, তখ, ৪৮০ ) সালিম ইবন 'উমায়র (রা) ছিলেন অত্যন্ত দরিদ্র সাহাবী। অথচ আল্লাহ ও রাসূলুল্লাহ... বিস্তারিত পড়ুন

আরবী জীবনী

سَالِمُ بْنُ عُمَيْرِ - سَالِمُ بْنُ عُمَيْرِ بْنِ ثَابِتِ بْنِ كُلْفَةَ بْنِ ثَعْلَبَةَ بْنِ عَمْرِو بْن عوف. وكان له ابن يُقَالُ له سَلَمَة. وشهد سالم بْن عمير بدرا في رواية موسى بن عقبة ومحمد بن إسحاق وأبي معشر ومحمد بن عمر وعبد الله بن محمد بن عمارة الأنصاري. أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عُمَرَ قَالَ: أَخْبَرَنَا سَعِيدُ بْنُ مُحَمَّدٍ الزُّرَقِيُّ عَنْ عُمَارَةَ بْنِ غَزِيَّةَ قَالَ: وَحَدَّثَنَا أَبُو مُصْعَبٍ إِسْمَاعِيلُ بْنُ مُصْعَبِ بْنِ إِسْمَاعِيلَ بْنِ زَيْدِ بْنِ ثَابِتٍ عَنْ أَشْيَاخِهِ أَنَّ أَبَا عَفَكَ كَانَ شَيْخًا كَبِيرًا مِنْ بَنِي عَمْرِو بْنِ عَوْفٍ وَقَدْ بَلَغَ عشرين ومائة سنة حين قدم النبي. ع. فِي شِعْرِهِ وَلَمْ يَدْخُلْ فِي الإِسْلامِ. فَنَذَرَ سَالِمُ بْنُ عُمَيْرٍ قَتْلَهُ فَطَلَبَ غِرَّتَهُ حَتَّى قَتَلَهُ. وَذَلِكَ بِأَمْرِ النَّبِيَّ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - قَالَ مُحَمَّدُ بْنُ عُمَرَ: فَأَخْبَرَنِي مَعْنُ بْنُ عُمَرَ قَالَ: أَخْبَرَنِي ابْنُ رُقَيْشٍ مِنْ بَنِي أَسَدِ بْنِ خُزَيْمَةَ قَالَ: قُتِلَ أَبُو عَفَكٍ فِي شَوَّالٍ عَلَى رَأْسِ عِشْرِينَ شَهْرًا مِن الْهِجْرَةِ. قَالُوا:... বিস্তারিত পড়ুন

সালিম ইবন ‘উমায়র ইবন ছাবিত আল-আওসী (রা) | মুসলিম বাংলা