সা‘ঈদ ইব্‌ন সুহায়ল (রা)

سعيد بن سهيل

সকল রাবী একত্রে দেখুন

ত্ববকা (রিজাল শাস্ত্রে রাবীর অবস্থান): সাহাবী

বর্ণিত হাদীসসমূহ দেখুন

জীবনী

সাঈদ ইবন সুহায়ল আল-আনসারী (রা) মদীনার খাযরাজ গোত্রের শাখা বানূ আবদিল আশহাল-এ জন্মগ্রহণ করেন। প্রমাণ্য সূত্রে তাঁর জন্ম ও মৃত্যু তারিখ জানা যায় না। মুহাম্মদ ইবন ইসহাক ও আবূ মা'শার তাঁর নাম সাদি এবং পিতার নাম সাহল বলে উল্লেখ করেছেন। তাঁর বংশলতিকা হল, সাঈদ ইবন সুহায়ল ইবন মালিক ইবন কা'ব ইবন আবদিল আশহাল ইবন হারিছা, ইবন দীনার ইবনুন নাজ্জার আল-আনসারী আল-খাফরাজী। সাঈদ ইবন সুহায়ল (রা) বদর ও উহুদ যুদ্ধে রাসূলুল্লাহ (সা)-এর সাথে অংশগ্রহণ করেন। ইন্তিকালের সময় তাঁর কোন বংশধর ছিল না। হুয়ায়ল নামে তাঁর কন্যা ছিল। সেও শৈশবে ইন্তিকাল করে।...

আরবী জীবনী

سعيد بن سهيل بن مالك بن كعب بن عبد الأشهل بن حارثة بن دينار هكذا قَالَ موسى بن عقبة، والواقدي، وعبد الله بن محمد بن عمارة الأنصاري. وقال ابن إسحاق وأبو معشر: [سعيد بن سهيل ] شهد بدرا وأحدا....

সা‘ঈদ ইব্‌ন সুহায়ল (রা) | মুসলিম বাংলা