ত্ববকা (রিজাল শাস্ত্রে রাবীর অবস্থান): সাহাবী
জীবনী
রাফি' ইবন 'উমদা আল-আনসারী (রা) মদীনার খ্যাতনামা আওস গোত্রের শাখা বানু উমাইয়া ইব্ন যায়দ-এ জন্মগ্রহণ করেন। উনজুদা (মতান্তরে 'উনজুরা) তাঁর মাতার নাম। আর পিতার নাম 'আবদুল হারিছ। প্রামাণ্য সূত্রে তাঁর নজম ও মৃত্যু তারিখ জানা যায় না। মুহাজিরগণ মদীনায় হিজরত করে এলে রাসূলুল্লাহ (সা) তাঁকে আল-হুসায়ন ইবনুল মুত্তালিব-এর সাথে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করেন। আবূ মা'শার একাই কেবল তাঁর নাম ‘আমির ইবন 'উনজুদা বলে উল্লেখ করেছেন। তিনি বদর, উহুদ ও খন্দক যুদ্ধে রাসূলুল্লাহ (সা)-এর সাথে অংশগ্রহণ করেন। তাঁর কোন বংশধর ছিল না।...
আরবী জীবনী
رافع ابن عنجدة - رافع ابن عنجدة وهي أمه. وأبوه عَبْد الْحَارِث. وهو حليف لهم من بلي. وبلي من قضاعة يدعي أنّه منهم. وكذلك كان مُحَمَّد بْن إِسْحَاق يقول. وكان أبو معشر وحده يقول: عامر ابن عنجدة. قالوا: وآخى رَسُولُ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - بَيْنَ رافع ابن عنجدة والحصين بْن الْحَارِث بْن المطلب بْن عَبْد مناف بْن قصي. وشهد رافع بدْرًا وأحدًا والخندق. ولا عقب له....