নু‘মান ইব্‌ন আবী খাযমা আল-আনসারী (রা)

النعمان بن أبي خزمة

সকল রাবী একত্রে দেখুন

ত্ববকা (রিজাল শাস্ত্রে রাবীর অবস্থান): সাহাবী

বর্ণিত হাদীসসমূহ দেখুন

জীবনী

নু'মান ইব্‌ন আবী খাযমা আল-আনসারী (রা) মদীনার প্রখ্যাত আওস গোত্রে জন্মগ্রহণ করেন। জন্ম ও মৃত্যু তারিখ অজ্ঞাত। তাঁর বংশলতিকা হল, নু'মান ইবন আবী খায়মা (মতান্তরে আবূ হাযম, আবূ হামযা ইবনু নু'মান ইবন উমাইয়া ইবনুল-বুরাক ইব্‌ন ছা'লাবা ইব্‌ন 'আমর ইবন 'আওফ আল আওসী। তিনি বদর ও উহুদ যুদ্ধে অংশগ্রহণ করেন। তাঁর জীবনালেখ্য সম্পর্কে তেমন কিছু জানা যায় না।...

আরবী জীবনী

النعمان بن أبي خزمة ب د ع: النعمان بن أبي خزمة بن النعمان بن أمية بن البرك، واسمه امرؤ القيس بن ثعلبة بن عَمْرو بن عوف الأنصاري الأوسي، ثُمَّ من بني عَمْرو بن عوف. ذكره موسى بن عقبة فيمن شهد بدرا. وقال ابن إسحاق، وغيره: شهد بدرا وأحدا. أخرجه الثلاثة....

নু‘মান ইব্‌ন আবী খাযমা আল-আনসারী (রা) | মুসলিম বাংলা