ত্ববকা (রিজাল শাস্ত্রে রাবীর অবস্থান): সাহাবী
জীবনী
ছা'লাবা ইবন হাবিত (রা) মদীনার প্রখ্যাত আওস গোত্রে জন্মগ্রহণ করেন। জন্ম তারিখ অজ্ঞাত। মাতার নাম উমামা বিনত সামিত ইবন খালিদ। তাঁর বংশ লতিকা হল, ছা'লাবা ইবন হাতিব ইবন 'আমর ইবন উবায়দ ইবন উমাইয়া ইবন যায়দ ইবন মালিক ইবনিল আওস। রাসূলুল্লাহ (সা) তাঁকে খুযাআ গোত্রের মু'আততাব ইবনুল হামরার সাথে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করেন। ছা'লাবা (রা) বদর ও উহুদ যুদ্ধে অংশগ্রহণ করেন এবং ইবনুল-কালবীর বর্ণনা মতে তিনি উহুদ যুদ্ধে শাহাদাত বরণ করেন। 'উবায়দুল্লাহ, আবদুল্লাহ ও 'উমায়র নামে তাঁর তিন পুত্র ছিল, যাদের মাতা ছিলেন বানু ওয়াকিফ গোত্রের মহিলা। তাঁর অপর স্ত্রী গাতফান গোত্রীয় মহিলা লুবাবা বিনত 'উকবা ইবন বাশীরের গর্তে রিফা'আ, 'আবদুর রহমান, ইয়ান ও উমায়রা নামে চারটি সন্তান জন্মগ্রহণ করেন। বর্তমানে মদীনা ও বাগদাদেও তাঁর বংশধর রয়েছে। ছা'লাবা ইবন আবী হাতিব নামে আর একজনের উল্লেখ পাওয়া যায়, যিনি সম্পদ বৃদ্ধির জন্য রাসূলুল্লাহ (সা)-কে দু'আ করতে বলেছিলেন। অতঃপর সম্পদ বৃদ্ধির ফলে সে দূরে চারণ ভূমিতে চলে যায় এবং জামাআতে সালাত... বিস্তারিত পড়ুন
আরবী জীবনী
ثعلبة بن حاطب ب د ع: ثعلبة بْن حاطب بْن عمرو بْن عبيد بْن أمية بْن زيد بْن مالك بْن عوف بْن عمرو بْن عوف بْن مالك بْن الأوس الأنصاري الأوسي شهد بدرًا، قاله مُحَمَّد بْن إِسْحَاق، وموسى بْن عقبة. وهو الذي سأل النَّبِيّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أن يدعو اللَّه أن يرزقه مالا. (174) أخبرنا أَبُو الْعَبَّاسِ أَحْمَدُ بْنُ عُثْمَانَ بْنِ أَبِي عَلِيِّ بْنِ مَهْدِيٍّ الزَّرَزَارِيُّ، إِجَازَةً إِنْ لَمْ يَكُنْ سَمَاعًا، قَالَ: أخبرنا أَبُو عَبْدِ اللَّهِ الْحَسَنُ بْنُ عَبْدِ اللَّهِ الرُّسْتُمِيُّ، وَالرَّئِيسُ مَسْعُودُ بْنُ الْحَسَنِ بْنِ الْقَاسِمِ بْنِ الْفَضْلِ الثَّقَفِيُّ الأَصْفَهَانِيُّ، قَالَا: أخبرنا أَحْمَدُ بْنُ خَلَفٍ الشِّيرَازِيُّ، حدثنا الأُسْتَاذُ أَبُو إِسْحَاقَ أَحْمَدُ بْنُ مُحَمَّدِ بْنِ إِبْرَاهِيمَ الثَّعْلَبِيُّ، أخبرنا عَبْدُ اللَّهِ بْنُ حَامِدٍ الْوَزَّانُ، أخبرنا أَحْمَدُ بْنُ مُحَمَّدِ بْنِ إِبْرَاهِيمَ السَّمَرْقَنْدِيُّ، أخبرنا مُحَمَّدُ بْنُ نَصْرٍ، حَدَّثَنِي أَبُو الأَزْهَرِ أَحْمَدُ بْنُ الأَزْهَرِ، حدثنا مَرْوَانُ بْنُ مُحَمَّدٍ، حدثنا مُحَمَّدُ بْنُ شُعَيْبٍ، أخبرنا مَعَانُ بْنُ رِفَاعَةَ، عن عَلِيِّ بْنِ يَزِيدَ، عن الْقَاسِم أَبِي عَبْدِ الرَّحْمَنِ، عن... বিস্তারিত পড়ুন