রিফাআ ইবনে রাফি' যুরাকী (রাঃ)

رفاعة بْن رافع بْن مالك الأنصاري الخزرجي الزرقي

সকল রাবী একত্রে দেখুন

ত্ববকা (রিজাল শাস্ত্রে রাবীর অবস্থান): সাহাবী

বর্ণিত হাদীসসমূহ দেখুন

জীবনী

রিফা‘আ ইব্‌ন রাফি‘ ইবন মালিক আল-খাযরাজী (রা) রিফা'আ ইবন রাফি' আল-আনসারী (রা)-এর উপনাম বানূ মু'আয। তাঁর মাতা ছিলেন মুনাফিক সরদার 'আবদুল্লাহ ইবন উবাইর বৈমাত্রেয় বোন উম্মু মালিক বিন্ত উবাই ইবন সালুল। আর পিতা রাফি' ইবন মালিক ছিলেন মদীনার খাযরাজ গোত্রের সর্বপ্রথম ইসলাম গ্রহণকারী ব্যক্তি এবং ‘আকাবার নাকীব (দলপতি)। তাঁর বংশলতিকা হল, রিফা'আ ইবন রাফি' ইবন মালিক ইবন 'আজলাদ ইব্‌ন ‘আমর ইবন 'আমির ইবন যুরায়ক ইবন 'আবদ হারিছা ইব্‌ন গাদব ইব্‌ন জুশাম ইব্‌ন খাযরাজ আল-আনসারী আল-খাযরাজী। রিফা'আ (রা) 'আকাবার দ্বিতীয় শপথে স্বীয় পিতার সাথে মক্কায় গমন করেন রাসূলুল্লাহ (সা)-এর হাতে ইসলাম গ্রহণ করে মদীনায় প্রত্যাবর্তন করেন। তিনি বদর, উহুদ খন্দকসহ সকল যুদ্ধেই রাসূলুল্লাহ (সা)-এর সাথে অংশগ্রহণ করেন। জামাল ও সিফ্ফীনের যুদ্ধে তিনি আলী (রা)-এর পক্ষে যুদ্ধ করেন। উক্ত যুদ্ধদ্বয়ের পটভূমিতে উম্মুল ফাদল (রা)-এর পত্র মারফত তালহা ও যুবায়র (রা)-এর বিপক্ষে চলে যাওয়ার সংবাদ পেয়ে 'আলী (রা) আক্ষেপ করে যখন আবেগময় এক বক্তৃতা প্রদান করলেন তখন আনসারদের... বিস্তারিত পড়ুন

আরবী জীবনী

ب د ع: رفاعة بْن رافع بْن مالك بْن العجلان ابن عمرو بْن عامر بْن زريق الأنصاري الخزرجي الزرقي، يكنى أبا معاذ، وأمه أم مالك بنت أَبِي ابْن سلول، أخت عَبْد اللَّهِ بْن أَبِي رأس المنافقين. شهد العقبة، وقال عروة، وموسى بْن عقبة، وابن إِسْحَاق: إنه ممن شهد بدرًا، وأحدًا، والخندق، وبيعة الرضوان، والمشاهد كلها مع رَسُول اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وشهد أخواه: خلاد، ومالك، ابنا رافع، بدرًا. (438) وأخبرنا أَبُو الْفَضْلِ عَبْدُ اللَّهِ بْنُ أَبِي نَصْرٍ الطُّوسِيُّ بِإِسْنَادِهِ، عن أَبِي دَاوُدَ الطَّيَالِسِيِّ، حدثنا إِسْمَاعِيلُ بْنُ جَعْفَرٍ، أخبرنا يَحْيَى بْنُ عَلِيِّ بْنِ يَحْيَى بْنِ خَلادٍ، عن أَبِيهِ، عن عَمِّهِ رِفَاعَةَ بْنِ رَافِعٍ، قَالَ: كَانَ رَسُول اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بَيْنَمَا هُوَ فِي الْمَسْجِدِ يَوْمًا، قَالَ رِفَاعَةُ: وَنَحْنُ مَعَهُ إِذْ جَاءَ رَجُلٌ كَالْبَدَوِيِّ فَصَلَّى فَأَخَفَّ صَلاتَهُ، ثُمَّ انْصَرَفَ، فَسَلَّمَ عَلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَرَدَّ عَلَيْهِ، وَقَالَ: " ارْجِعْ فَصَلِّ فَإِنَّكَ لَمْ تُصَلِّ ". فَفَعَلَ ذَلِكَ مَرَّتَيْنِ أَوْ ثَلاثًا، كُلُّ ذَلِكَ... বিস্তারিত পড়ুন

রিফাআ ইবনে রাফি' যুরাকী (রাঃ) | মুসলিম বাংলা