‘ইসমা ইবনুল হুসায়ন ইবন ওয়াবরা (রা)

عصمة بن الحصين

সকল রাবী একত্রে দেখুন

ত্ববকা (রিজাল শাস্ত্রে রাবীর অবস্থান): সাহাবী

বর্ণিত হাদীসসমূহ দেখুন

জীবনী

‘ইসমা ইবনুল হুসায়ন (রা) মদীনার খাযরাজ গোত্রে জন্মগ্রহণ করেন। প্রামাণ্য সূত্রে তাঁর জন্ম ও মৃত্যু তারিখ পাওয়া যায় না। তাঁর বংশলতিকা হল, 'ইসমা ইবনুল হুসায়ন ইবন ওয়ারা ইবন খালিদ ইবনুল 'আজলান ইব্‌ন যায়দ ইবন গানম ইব্‌ন সালিম ইবন 'আওফ ইবন 'আমর ইবন 'আওফ ইবনুল খাযরাজ আল-আনসারী। আবুল আসওয়াদ প্রমুখ তাঁকে তাঁর দাদার দিকে নিসবা করে 'ইসমা ইবনুল ওয়াব্রা বলেছেন। ইবনুল কালবীও অনুরূপ বর্ণনা করেছেন। মূসা ইবন 'উকবা, ইবন 'উমারা ও ওয়াকিদীর বর্ণনা মতে তিনি বদর যুদ্ধে অংশগ্রহণ করেন। উহুদ যুদ্ধেও তিনি অংশগ্রহণ করেন। ‘আফরা ও আসমা নামে তার দুই কন্যা ছিল। আনসারীদের মধ্যেই তাঁদের বিবাহ হয়েছিল। তাঁর অন্য কোন বংশধর ছিল না।...

আরবী জীবনী

عصمة بن الحصين ب: عصمة بْن الحصين وربما نسب إِلَى جَدّه، فيقال: عصمة بْن وبرة بْن خَالِد بْن العجلان بْن زَيْد بْن غنم بْن سالم بْن عوف بْن عَمْرو بْن عوف بْن الخزرج الأكبر الْأَنْصَارِيّ الخزرجي. شهد بدرًا، قاله مُوسَى بْن عقبة، والواقدي، وابن عمارة، ولم يذكره ابْنُ إِسْحَاق ولا أَبُوهُ معشر فِي البدريين، وَقَدْ روى هشام بْن عروة، عَنْ أَبِيهِ، قَالَ: فيمن شهد بدرًا هبيل وعصمة ابنا وبرة، من بني عوف بْن الخزرج، وكذلك قاله ابْنُ الكلبي. أَخْرَجَهُ أَبُو عُمَر....

‘ইসমা ইবনুল হুসায়ন ইবন ওয়াবরা (রা) | মুসলিম বাংলা