‘আমির ইব্‌ন আওফ ইব্‌ন হারিছা ‘আস-সাইদী (রা)

عَامِرُ بْنُ عَوْفِ بْنِ حَارِثَةَ بْنِ عَمْرِو

সকল রাবী একত্রে দেখুন

ত্ববকা (রিজাল শাস্ত্রে রাবীর অবস্থান): সাহাবী

বর্ণিত হাদীসসমূহ দেখুন

জীবনী

‘আমির ইবন আওফ আস-সাইদী আল-আনসারী (রা) মদীনার প্রখ্যাত খাযরাজ গোত্রের শাখা বানূ সাইদায় জন্মগ্রহণ করেন। প্রামাণ্য সূত্রে তাঁর জন্ম ও মৃত্যু তারিখ জানা যায় না। তাঁর বংশলতিকা হল, ‘আমির ইবন আওফ ইব্‌ন হারিছা ইবন 'আমর ইবনুল খাযরাজ ইবন সাইদা ইবন কা'ব ইবনিল খাযরাজ আল-আনসারী আল-খাযরাজী ‘আস-সাইদী। তিনি বদর যুদ্ধে অংশগ্রহণ করেন। ইবন ইসহাক (র) সালামা ইবনুল ফাদল সূত্রে এটি বর্ণনা করেছেন। তাঁর সম্পর্কে আর তেমন কিছু জানা যায় না।...

আরবী জীবনী

عَامِرُ بْنُ عَوْفِ بْنِ حَارِثَةَ بْنِ عَمْرِو بْنِ الْخَزْرَجِ الْأَنْصَارِيُّ، شَهِدَ بَدْرًا - حَدَّثَنَا حَبِيبُ بْنُ الْحَسَنِ، ثنا مُحَمَّدُ بْنُ يَحْيَى، ثنا مُحَمَّدُ بْنُ أَحْمَدَ، ثنا إِبْرَاهِيمُ، عَنْ مُحَمَّدِ بْنِ إِسْحَاقَ، " فِي تَسْمِيَةِ مَنْ شَهِدَ بَدْرًا مِنَ الْأَنْصَارِ، مِنَ الْخَزْرَجِ، مِنْ بَنِي الْبُدْنِ: عَامِرُ بْنُ عَوْفِ بْنِ حَارِثَةَ بْنِ عَمْرِو بْنِ الْخَزْرَجِ رَجُلٌ "...

‘আমির ইব্‌ন আওফ ইব্‌ন হারিছা ‘আস-সাইদী (রা) | মুসলিম বাংলা