ত্ববকা (রিজাল শাস্ত্রে রাবীর অবস্থান): সাহাবী
জীবনী
‘আমর ইবন তালক ইবন যায়দ আল-খাযরাজী (রা) মদীনার খাযরাজ গোত্রের শাখা বানূ সালামায় জন্ম। তাঁর বংশলতিকা হল, “আমর ইবন তালক ইবন যায়দ ইবন উমায়্যা ইবন সিনান ইবন কা'ব ইবন গানম ইবন কা'ব ইবন সালামা আল-আনসারী ‘আস-সালামী। অধিকাংশ সীরাতবিদ-এর মতে তিনি বদর যুদ্ধে অংশগ্রহণ করেন। এরপর তিনি উহুদ যুদ্ধেও অংশগ্রহণ করেন। তাঁর কোন বংশধর ছিল না।...
আরবী জীবনী
عمرو بْن طلق بْن زَيْد بْن أُمَيَّة بْن سنان بْن كَعْب بْن غنم بْن سواد الأَنْصَارِيّ السُّلَمِيّ شهد بدرا فِي قول أكثرهم، ولم يذكره موسى ابن عقبة في البدريين....