‘আবদুল্লাহ ইব্ন ‘আমর ইব্ন হারাম ‘আস-সালামী (রা)
عَبْدُ اللهِ بنُ عَمْرِو بنِ حَرَامِ بنِ ثَعْلَبَةَ الأَنْصَارِيُّ
সকল রাবী একত্রে দেখুনত্ববকা (রিজাল শাস্ত্রে রাবীর অবস্থান): সাহাবী
জীবনী
‘আবদুল্লাহ ইব্ন ‘আমর ইব্ন হারাম 'আস সালামী (রা) একজন প্রসিদ্ধ সাহাবী ও মদীনার খাযরাজ গোত্রের শাখা বানু সালামার নেতা, 'আকাবার নাকীব। তিনি ছিলেন খ্যাতিমান সাহাবী জাবির ইবন 'আবদিল্লাহ (রা)-এর পিতা। সেজন্যই তাঁর উপনাম আবূ জাবির। মাতার নাম ছিল আর-রাবার বিত কায়স ইবনুল কুরাইম ইবন উমায়্যা। 'আবদুল্লাহ ইবন 'আমর (রা)-এর বংশ লতিকা হল, 'আবদুল্লাহ ইবন 'আমর ইব্ন হারাম ইব্ন ছা'লাবা ইব্ন হারাম ইবন কা'ব ইব্ন গানম ইবন কা'ব ইব্ন তাযীদ ইবন জুশাম ইবনুল খাযরাজ আল-আনসারী আল-খাযরাজী 'আস-সালামী। নবুওয়াতের ত্রয়োদশ বর্ষে হজ্জ মৌসুমে মদীনা থেকে প্রায় ৫০০ জনের একটি দল মক্কা রওনা হয়। 'আবদুল্লাহ (রা) উক্ত দলের অন্যতম সদস্য ছিলেন। আওস ও খাযরাজ গোত্রের যেসব লোক মুস'আব ইবন 'উমায়র (রা)-এর হাতে বায়'আত গ্রহণ করে মুসলমান হয়েছিলেন তারাও উক্ত দলের মধ্যে শামিল ছিলেন। দলের কোন একজন 'আবদুল্লাহকে বলল, 'আমরা রাসূলুল্লাহ (সা)-এর হাতে বায়'আত গ্রহণ করব। আপনি আমাদের নেতা ও সম্ভ্রান্ত ব্যক্তি। তাই আপনিও আমাদের সঙ্গে উক্ত বায়আতে শরীক হয়ে পুরাতন ধর্ম পরিত্যাগ করুন।... বিস্তারিত পড়ুন
আরবী জীবনী
عَبْدُ اللهِ بنُ عَمْرِو بنِ حَرَامِ بنِ ثَعْلَبَةَ الأَنْصَارِيُّ ابْنِ حَرَامِ بنِ كَعْبِ بنِ غَنْمِ بنِ كَعْبِ بنِ سَلَمَةَ بنِ سَعْدِ بنِ عَلِيِّ بنِ أَسَدِ بنِ سَارِدَةَ بنِ تَزِيْدَ بنِ جُشَمَ بنِ الخَزْرَجِ الأَنْصَارِيُّ، السُّلَمِيُّ، أَبُو جَابِرٍ.أَحَدُ النُّقَبَاءِ لَيْلَةَ العَقَبَةِ، شَهِدَ بَدْراً، وَاسْتُشْهِدَ يَوْمَ أُحُدٍ. شُعْبَةُ: عَنِ ابْنِ المُنْكَدِرِ، عَنْ جَابِرٍ: لَمَّا قُتِلَ أَبِي يَوْمَ أُحُدٍ، جَعَلْتُ أَكْشِفُ عَنْ وَجْهِهِ، وَأَبْكِي، وَجَعَلَ أَصْحَابُ رَسُوْلِ اللهِ -صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ- يَنْهَوْنِي، وَهُوَ لاَ يَنْهَانِي، وَجَعَلَتْ عَمَّتِي تَبْكِيْهِ. فَقَالَ النَّبِيُّ -صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ-: (تَبْكِيْهِ أَوْ لاَ تَبْكِيْهِ، مَا زَالَتِ المَلاَئِكَةُ تُظَلِّلُهُ بِأَجْنِحَتِهَا حَتَّى رَفَعْتُمُوْهُ ) . شَرِيْكٌ: عَنِ الأَسْوَدِ بنِ قَيْسٍ، عَنْ نُبَيْحٍ العَنَزِيِّ، عَنْ جَابِرٍ، قَالَ: أُصِيْبَ أَبِي وَخَالِي يَوْمَ أُحُدٍ، فَجَاءتْ أُمِّي بِهِمَا قَدْ عَرَضَتْهُمَا عَلَى نَاقَةٍ، فَأَقْبَلَتْ بِهِمَا إِلَى المَدِيْنَةِ. فَنَادَى مُنَادٍ: ادْفِنُوا القَتْلَى فِي مَصَارِعِهِم، فَرُدَّا حَتَّى دُفِنَا فِي مَصَارِعِهِمَا. قَالَ مَالِكٌ: كُفِّنَ هُوَ وَعَمْرُو بنُ الجَمُوْحِ فِي كَفَنٍ وَاحِدٍ.وَقَالَ الأَوْزَاعِيُّ: عَنِ الزُّهْرِيِّ، عَنْ جَابِرٍ: أَنَّ رَسُوْلَ اللهِ -صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ- لَمَّا خَرَجَ لِدَفْنِ شُهَدَاءِ أُحُدٍ،... বিস্তারিত পড়ুন