ত্ববকা (রিজাল শাস্ত্রে রাবীর অবস্থান): সাহাবী
জীবনী
সা'দ ইবন খাওলা (রা)-এর উপনাম আবু সাঈদ। তাঁর পিতার নাম খাওলা। আবূ মা'শার-এর বর্ণনামতে তাঁর পিতার নাম খাওলিয়্যি । তিনি ছিলেন ইরানী বংশোদ্ভূত ইয়ামান-এর বাসিন্দা এবং 'আমির ইবন লু'আয়্যি গোত্রের লোক। আবার কারো মতে তিনি আবূ রুহম ইবন 'আবদিল উয্যার আযাদকৃত দাস ছিলেন। তবে প্রথম বর্ণনাটিই অধিকতর সঠিক। ইবন সা'দও উক্ত মত পোষণ করেছেন। (তাবাকাত, ৩খ, ৪০৮; 'আসকালানী, আল-ইসাবা, ২খ, ২৪; ইবনুল-আছীর, উসদুল গাবা, ২খ, ২৭৩। তিনি আনুমানিক ৫৯৯ খৃ. জন্মগ্রহণ করেন। ইসলামের দাওয়াত শুরু হলে সা'দ (রা) প্রথম দিকেই ইসলাম গ্রহণ করেন। অতঃপর কাফিরদের অত্যাচারে অসহ্য হয়ে গেলে জা'ফর তাইয়োর (রা)-এর নেতৃত্বে দ্বিতীয় দলটির সাথে তিনি হাবশায় হিজরত করেন। অতঃপর সেখান থেকে পুনরায় মদীনায় হিজরত করেন। এভাবে তিনি দু'টি হিজরতের গৌরব লাভ করেন। মদীনায় হিজরত করে তিনি কুলছুম ইবনুল হিদম (রা)-এর আতিথেয়তা গ্রহণ করেন। বদরের যুদ্ধে তিনি কৃতিত্বের সাথে অংশগ্রহণ করেন। তখন তিনি ছিলেন ২৫ বছরের যুবক। অতঃপর তিনি উহুদ, খন্দক ও হুদায়বিয়ার যুদ্ধে অংশগ্রহণ করেন।... বিস্তারিত পড়ুন
আরবী জীবনী
سَعْدُ بْنُ خَوْلَةَ - سَعْدُ بْنُ خَوْلَةَ حليف لهم من أَهْل اليمن ويكنى أَبَا سَعِيد. هكذا قال موسى ابن عُقْبَة ومحمد بْن إِسْحَاق ومحمد بْن عُمَر. وقال أَبُو معشر سعد بْن خولي حليف لهم من أهل اليمن. وقال محمد بن سعد: وسمعت من يذكر أنه ليس بحليف وأنه مولى أبي رهم بن عبد العزى العامري وكان من مهاجرة الحبشة في الهجرة الثانية في رواية محمد بن إسحاق ومحمد بن عمر ولم يذكره موسى بن عقبة وأبو معشر. قَالَ: أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عُمَرَ قَالَ: حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ صَالِحٍ عَنْ عَاصِمِ بْنِ عُمَرَ بْنِ قَتَادَةَ قَالَ: لَمَّا هَاجَرَ سَعْدُ بْنُ خَوْلَةَ مِنْ مَكَّةَ إِلَى الْمَدِينَةِ نَزَلَ عَلَى كُلْثُومِ بْنِ الْهِدْمِ. قَالُوا: وَشَهِدَ سَعْدُ بْنُ خَوْلَةَ بَدْرًا وَهُوَ ابْنُ خَمْسٍ وَعِشْرِينَ سَنَةً وَشَهِدَ أُحُدًا وَالْخَنْدَقَ وَالْحُدَيْبِيَةَ. وَهُوَ زَوْجُ سُبَيْعَةَ بِنْتِ الْحَارِثِ الأَسْلَمِيَّةِ التي ولدت بعد وفاته بيسير فقال لها رسول الله. ص: انْكِحِي مَنْ شِئْتِ. وَكَانَ سَعْدُ بْنُ خَوْلَةَ قَدْ خَرَجَ إِلَى مَكَّةَ فَمَاتَ... বিস্তারিত পড়ুন