খনায়স ইবন্‌ হুযাফা ইবন্‌ কায়স ‘আস-সাহমী (রা)

خُنَيْسُ بْنُ حُذَافَةَ

সকল রাবী একত্রে দেখুন

ত্ববকা (রিজাল শাস্ত্রে রাবীর অবস্থান): সাহাবী

বর্ণিত হাদীসসমূহ দেখুন

জীবনী

খুনায়স ইব্‌ন হুযাফা আল-সাহমী (রা) একজন মুহাজির সাহাবী। উপনাম আবূ হুযাফা। মক্কার সম্ভ্রান্ত কুরায়শ বংশের শাখা বানূ সাহম গোত্রে জন্মগ্রহণ করেন। জন্ম তারিখ অজ্ঞাত। তাঁর বংশলতিকা হল, খুনায়স ইব্‌ন হুযাফা ইবন কায়স ইব্‌ন ‘আদী ইব্‌ন সা'দ ইব্‌ন সাহল ইব্‌ন ‘আমর ইব্‌ন হুসায়ন ইব্‌ন কা'ব ইবন লু‘আয়্যি আল-কুরাশী। খুনায়স (রা) ছিলেন প্রথম ইসলাম গ্রহণকারী সাহাবীদের অন্যতম। রাসূলুল্লাহ (সা) দারুল আরকাম-এ যাওয়ার পূর্বেই তিনি ইসলাম গ্রহণ করেন। তিনি হাবশায় হিজরত করেন। পরবর্তীকালে তিনি মক্কায় প্রত্যাবর্তন করেন এবং মদীনায় হিজরত করেন। এরূপে তিনি দু'টি হিজরতের সৌভাগ্য লাভ করেন। মদীনায় হিজরত করে তিনি রিফা'আ ইব্‌ন আবদিল মুনযির (রা)-এর গৃহে উঠেন। রাসূলুল্লাহ (সা) তাঁকে বানূ 'আস ইবন জাবর (রা)-এর সাথে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করেন। খুনায়স (রা)-দের ও উহুদ যুদ্ধে অংশগ্রহণ করে বীরত্বের পরিচয় দেন। উহুদ যুদ্ধে তিনি গুরুতর আহত হন। এই জখমের ফলে তিনি মদীনাতে ইন্তিকাল করেন। স্বয়ং রাসূলুল্লাহ (সা) তাঁর জানাযায় ইমামতি করেন। জান্নাতুল বাকীতে ‘উছমান ইবন মাজউন (রা)-এর কবরের... বিস্তারিত পড়ুন

আরবী জীবনী

- خُنَيْسُ بْنُ حُذَافَةَ بْنِ قَيْسِ بْنِ عَدِيِّ بْنِ سَعْدِ بْنِ سَهْمِ وأمه ضعيفة بِنْت حذيم بْن سَعِيد بْن رئاب بْن سهم. ويكنى خنيس أَبَا حذافة. قَالَ: أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عُمَرَ قَالَ: أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ صَالِحٍ عَنْ يَزِيدَ بْنِ رُومَانَ قَالَ: أسلم خُنَيْسُ بْنُ حُذَافَةَ قَبْلَ دُخُولِ رَسُولِ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - دَارَ الأَرْقَمِ. قَالُوا: وَهَاجَرَ خُنَيْسٌ إِلَى أَرْضِ الْحَبَشَةِ الْهِجْرَةَ الثَّانِيَةَ فِي رواية محمد بن إسحاق ومحمد بن عمر الْوَاقِدِيِّ. وَلَمْ يَذْكُرْ ذَلِكَ مُوسَى بْنُ عُقْبَةَ وَأَبُو مَعْشَرٍ. وَكَانَ خُنَيْسُ بْنُ حُذَافَةَ زَوْجُ حفصة بنت عمر بن الخطاب قَبْلَ رَسُولِ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عُمَرَ قَالَ: أَخْبَرَنَا عَبْدُ الْجَبَّارِ بْنُ عُمَارَةَ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي بَكْرِ بْنِ مُحَمَّدِ بْنِ عَمْرِو بْنِ حَزْمٍ قَالَ: لَمَّا هَاجَرَ خُنَيْسُ بْنُ حُذَافَةَ مِنْ مَكَّةَ إِلَى الْمَدِينَةِ نَزَلَ عَلَى رِفَاعَةَ بْنِ عَبْدِ الْمُنْذِرِ. قَالُوا: وآخَى رَسُولُ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - بَيْنَ... বিস্তারিত পড়ুন

খনায়স ইবন্‌ হুযাফা ইবন্‌ কায়স ‘আস-সাহমী (রা) | মুসলিম বাংলা