খাওয়ালিয়্যি ইব্‌ন আবী খাওয়ালিয়্যি আল জু'ফী (রা)

خولي بْن أبي خولي

সকল রাবী একত্রে দেখুন

ত্ববকা (রিজাল শাস্ত্রে রাবীর অবস্থান): সাহাবী

বর্ণিত হাদীসসমূহ দেখুন

জীবনী

খাওয়ালিয়্যি ইব্‌ন আবী খাওয়ালিয়্যি আল জু'ফী (রা) মক্কার বান্ মাযহিজ্জ গোত্রে জন্মগ্রহণ করেন। জন্ম তারিখ অজ্ঞাত। তাঁর পিতা খাওয়ালিয়্যি-এর নাম ‘আমর (মতান্তরে ‘উমার) ইবন যুহায়র। বংশলতিকা হল, খাওয়ালিয়্যি ইন আবী খাওয়ালিয়্যি 'আমর ইবন যুহায়র ইব্‌ন খায়ছামা ইবন আবী হুমরা আল- হারিছ ইবন মু'আবিয়া ইবনিল - হারিছ ইব্‌ন মালিক ইব্‌ন ‘আওফ ইব্‌ন সা'দ ইব্‌ন ‘আওফ ইব্‌ন হারীম ইব্‌ন জু'ফী ইব্‌ন সা'দ আল-'আশারী ইব্‌ন মালিক ইবনিল উদাদ ইব্‌ন মাযহিজ্জ আল-জু'ফী। খাওয়ালিয়্যি (রা) ছিলেন বান্ 'আদিয়্যি ইব্‌ন কা'ব গোত্রের খাত্তাব ইবন নুফায়ল ('উমার (রা)-এর পিতা)- এর মিত্র। আল-হায়ছাম ইবন 'আদিয়ি-এর বর্ণনা মতে খাওয়ালিয়্যি হারশায় হিজরতকারী দ্বিতীয় দলটির সাথে শরীক ছিলেন। কিন্তু ঐতিহাসিক বালাযুরী এ বর্ণনা সমর্থন করেননি। হযরত খাওয়ালিয়্যি (রা) বদর, উহুদ ও খন্দকসহ সকল জিহাদেই রাসূলুল্লাহ (সা)-এর সাথে অংশগ্রহণ করেন। কোন কোন ঐতিহাসিক (ইব্‌ন মানদা, আবূ নু'আয়ম প্রমুখ) তাঁকে রাসূলুল্লাহ (সা)-এর দাফনে অংশগ্রহণকারী বলে উল্লেখ করেছেন। কিন্তু তা সঠিক নয়। বরং প্রকৃত পক্ষে রাসূলুল্লাহ (সা)-এর দাফনে যিনি অংশগ্রহণ করেন তিনি... বিস্তারিত পড়ুন

আরবী জীবনী

- خولي بْن أبي خولي واسم أبي خولي عَمْرو بْن زُهَيْر بْن خَيْثَمَةَ بْن أبي حمران. واسمه الْحَارِث بْن مُعَاوِيَة بْن الْحَارِث بْن مالك بْن عوف بْن سعد بْن عوف بْن حريم بْن جعفى بن سَعْدِ الْعَشِيرَةِ بْن مالك بْن أدد بْن مذحج. وكان حليفا للخطاب بْن نفيل بْن عَبْد العزى أبي عُمَر بْن الْخَطَّابِ مِنْ بَنِي عَدِيِّ بْن كعب. أجمعوا جميعًا لا اختلاف بينهم أن خولي بن أبي خولي شهد بدرا. وقال أبو معشر ومحمد بْن عُمَر عن رجالهم من أهل المدينة وغيرهم. وشهد بدرا مع خولي ابنه ولم يسمياه لنا. وأما مُحَمَّد بْن إِسْحَاق فقال: شهدها مع أَخِيهِ مالك بْن أبي خولي وهما من جعفي. وأما مُوسَى بْن عُقْبَة فقال: شهدها خولي بْن أبي خولي وأخوه هلال بْن أبي خولي حليفان لهم. وَأَمَّا هِشَامُ بْن مُحَمَّد بْن السَّائِبِ الْكَلْبِيُّ فذكر فِي كتابه. كتاب النسب. أنّه شهِدَ بدْرًا خولي بْن أبي خولي ونسبه هَذَا النسب الَّذِي نسبناه إليه. قَالَ... বিস্তারিত পড়ুন

খাওয়ালিয়্যি ইব্‌ন আবী খাওয়ালিয়্যি আল জু'ফী (রা) | মুসলিম বাংলা