ত্ববকা (রিজাল শাস্ত্রে রাবীর অবস্থান): সাহাবী
জীবনী
ওয়াকিদ ইবন্ ‘আবদিল্লাহ আল-ইয়ারবূঈ আত-তামীমী (রা) মক্কার সুপ্রাচীন তামীম গোত্রে জন্ম। তাঁর বংশলতিকা হল, ওয়াকিদ ইব্ন ‘আবদিল্লাহ ইব্ন আবদ মানাত ইব্ন আযীয (মতান্তরে ‘উরায়ন) ইব্ন ছা'লাবা ইবন ইয়ারবূ' ইবন হানজালা ইব্ন মালিক ইব্ন যায়দ মানাত ইব্ন তামীম আত-তামীমী আল হানজালী আল 'ইয়ারবৃ'ঈ তিনি ছিলেন 'উমার ইবনুল খাত্তাব (রা)-এর পিতা খাত্তাব ইবন নুফায়ল-এর মিত্র। দাওয়াত ও তাবলীগের প্রথমভাগেই অর্থাৎ রাসূলুল্লাহ (সা) দারুল আরকামকে দাওয়াত ও প্রশিক্ষণের কেন্দ্ররূপে ব্যবহারের পূর্বেই ওয়াকিদ ইব্ন 'আবদিল্লাহ (রা) ইসলাম গ্রহণ করেন। অতঃপর মক্কা থেকে মদীনায় হিজরতের হুকুম হলে তিনি মদীনায় হিজরত করেন এবং রিফা'আ ইবন 'আবদিল মুনযির (রা)-এর গৃহে ওঠেন। রাসূলুল্লাহ (সা) তাঁকে বিশ্ব ইবনুল বারা ইবন মা'রূর (রা)-এর সাথে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করেন। ওয়াকিদ ইবন 'আবদিল্লাহ (রা) ছিলেন একজন বীর যোদ্ধা। ছোট বড় বহু যুদ্ধে তিনি অংশগ্রহণ করেছেন। হিজরতের সপ্তদশ মাসে অর্থাৎ ২য় হিজরীর রজব মাসে রাসূলুল্লাহ (সা) 'আবদুল্লাহ ইব্ন জাশ (রা)-এর নেতৃত্বে ৮ বা ১২ জনের একটি দলকে নাখলা অভিযানে... বিস্তারিত পড়ুন
আরবী জীবনী
واقد بن عبد الله ب د ع: واقد بن عبد الله بن عبد مناف بن عرين بن ثعلبة بن يربوع بن حنظلة بن مالك بن زيد مناة بن تميم التميمي الحنظلي اليربوعي، حليف بني عدي بن كعب، قاله أبو عمر. وقال ابن منده: واقد بن عبد الله الحنظلي، لَهُ صحبة. وقال أبو نعيم: واقد بن عبد الله الحنظلي، وقيل: اليربوعي. وهو الَّذِي بعثه رسول الله صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي سرية عبد الله بن جحش، أسلم قبل دخول رسول الله صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ دار الأرقم، وآخى رسول الله صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بينه وبين بشر بن البراء بن معرور. (1685) أخبرنا أبو جَعْفَر بن السمين بإسناده، عن يونس بن بكير، عن ابن إسحاق، قَالَ: حَدَّثَنِي يزيد بن رومان، عن عروة بن الزبير، قَالَ: بعث رسول الله صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عبد الله بن جحش إلى نخلة، فقال: " كن بِهَا حَتَّى تأتينا بخير من أخبار قريش ". ولم يأمره بقتال، وَذَلِكَ فِي الشهر الحرام ... وذكر... বিস্তারিত পড়ুন