মৃত্যুসন: ১৫ হিজরি
ত্ববকা (রিজাল শাস্ত্রে রাবীর অবস্থান): সাহাবী
জীবনী
উতবা ইবন গাযওয়ান ইবন জাবির (রা) উপনাম আবূ 'আবদিল্লাহ ও আবূ গাযওয়ান। তিনি মক্কায় আনুমানিক ৬১৫ খৃ. জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন বানূ নাওফাল ইব্ন ‘আবদ মানাফ ইব্ন কুসায়্যি-এর মিত্র। মতান্তরে বানূ ‘আবদ শামস-এর মিত্র। তাঁর বংশলতিকা হল, ‘উতবা ইবন মালিক ইবনুল হারিছ ইব্ন ‘আওফ ইবনুল হারিছ ইব্ন মাযিন ইব্ন মানসুর ইবন ‘ইকরিমা ইব্ন খাসফা ইবন কায়স ‘আয়লান ইব্ন গায়লান ইব্ন মুদার ইব্ন নিযার আল-মাযিনী । ‘উতবা ইব্ন গাযওয়ান (রা) ইসলাম প্রচারের প্রথমদিকেই ইসলাম কবুল করেন। পরবর্তীকালে বসরায় প্রদত্ত এক ভাষণে তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (সা)-এর সাথে সপ্তম ইসলাম গ্রহণকারী ব্যক্তি। তখন এমনও দিন অতিবাহিত হয়েছে যে, আমাদের জন্য গাছের পাতা ব্যতীত অন্য কোন খাবার ছিল না। এমনকি তা খেতে গিয়ে আমাদের গাল কেটে যেত (ইবনুল আছীর, উসদুল গাবা, ৩খ, ৩৬৪)। তাঁর এ বক্তব্য অনুযায়ী তিনি ছয়জনের পর ইসলাম গ্রহণ করেন। কিন্তু বিশুদ্ধ মতে তখন সাহাবীদের সংখ্যা আরও কিছু বৃদ্ধি পেয়েছিল (সিয়ারুস সাহাবা, ২/১খ, ৪১৭)। ইসলাম... বিস্তারিত পড়ুন
আরবী জীবনী
عُتْبَةُ بنُ غَزْوَانَ بنِ جَابِرِ بنِ وُهَيْبٍ أَبُو غَزْوَانَ المَازنِيُّ السَّيِّدُ، الأَمِيْرُ، المُجَاهِدُ، أَبُو غَزْوَانَ المَازنِيُّ، حَلِيْفُ بَنِي عَبْدِ شَمْسٍ. أَسْلَمَ سَابِعَ سَبْعَةٍ فِي الإِسْلاَمِ، وَهَاجَرَ إِلَى الحَبَشَةِ، ثُمَّ شَهِدَ بَدْراً وَالمَشَاهِدَ، وَكَانَ أَحَدَ الرُّمَاةِ المَذْكُوْرِيْنَ، وَمِنْ أُمَرَاءِ الغَزَاةِ، وَهُوَ الَّذِي اخْتَطَ البَصْرَةَ وَأَنْشَأَهَا. حَدَّثَ عَنْهُ: خَالدُ بنُ عُمَيْرٍ العَدَوِيُّ، وَقَبِيْصَةُ بنُ جَابِرٍ، وَهَارُوْنُ بنُ رِئَابٍ، وَالحَسَنُ البَصْرِيُّ، وَلَمْ يَلْقَاهُ، وَغُنَيْمُ بنُ قَيْسٍ المَازنِيُّ. وَقِيْلَ: كُنْيَتُهُ: أَبُو عَبْدِ اللهِ. ابْنُ سَعْدٍ: أَنْبَأَنَا مُحَمَّدُ بنُ عُمَرَ، حَدَّثَنَا جُبَيْرُ بنُ عَبْدِ اللهِ، وَإِبْرَاهِيْمُ بنُ عَبْدِ اللهِ مِنْ وَلَدِ عُتْبَةَ بنِ غَزْوَانَ، قَالاَ:اسْتَعْمَلَ عُمَرُ عُتْبَةَ بنَ غَزْوَانَ عَلَى البَصْرَةِ، فَهُوَ الَّذِي مَصَّرَ البَصْرَةَ وَاخْتَطَّهَا، وَكَانَتْ قَبْلَهَا الأُبُلَّةُ، وَبَنَى المَسْجِدَ بِقَصَبٍ، وَلَمْ يَبْنِ بِهَا دَاراً. وَقِيْلَ: كَانَتِ البَصْرَةُ قَبْلُ تُسَمَّى أَرْضَ الهِنْدِ، فَأَوَّلُ مَنْ نَزَلَهَا عُتْبَةُ، كَانَ فِي ثَمَانِ مَائَةٍ، وَسُمِّيَتِ البَصْرَةُ بِحِجَارَةٍ سُوْدٍ كَانَتْ هُنَاكَ، فَلَمَّا كَثُرُوا، بَنَوْا سَبْعَ دَسَاكِرَ مِنْ لَبِنٍ، اثْنَتَيْنِ مِنْهَا فِي الخُرَيْبَةِ، فَكَانَ أَهْلُهَا يَغْزُوْنَ جِبَالَ فَارِسٍ. قَالَ ابْنُ سَعْدٍ: كَانَ سَعْدٌ يَكْتُبُ إِلَى عُتْبَةَ وَهُوَ... বিস্তারিত পড়ুন