ত্ববকা (রিজাল শাস্ত্রে রাবীর অবস্থান): সাহাবী
জীবনী
মুহাম্মদ ইব্ন মাসলামা ইবন খালিদ (রা) মুহাম্মদ ইব্ন মাসলামা আল-আনসারী (রা)-এর উপনাম আবূ ‘আবদিল্লাহ ও আবূ সাঈদ। তবে প্রথমটিই অধিক প্রচলিত। তিনি ছিলেন বানু ‘আবদিল- আশহাল-এর মিত্র। তিনি মদীনার খ্যাতনামা আওস গোত্রে জন্মগ্রহণ করেন। মাতার নাম খুলায়দ বিন্ত আবী উবায়দ ইবন ওয়াত্ব। তাঁর বংশলতিকা হল, মুহাম্মদ ইবন মাসলামা ইবন খালিদ ইবন 'আদী ইব্ন মাজদা'আ ইব্ন হারিছা ইবনিল-হারিছ ইবনিল খাযরাজ ইবন ‘আমর ইবন মালিক ইবনিল- আওস আল-আনসারী। ইব্ন সা'দ-এর বর্ণনামতে মুহাম্মদ ইব্ন মাসলামা (রা) মদীনায় ইসলাম প্রচারের প্রথম দিকেই উসায়দ ইবন হুদায়র (রা) ও সা'দ ইবন মু'আয (রা)-এর পূর্বেই মুস'আব ইবন 'উমায়র (রা)-এর হাতে ইসলাম গ্রহণ করেন। রাসূলুল্লাহ (সা) তাঁকে আবূ 'উবায়দা ইবনুল জাররাহ (রা)-এর সাথে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করেন। মুহাম্মদ ইবন মাসলামা (রা) ছিলেন একজন অশ্বারোহী যোদ্ধা। তাঁকে আল্লাহর নবীর অশ্বারোহী বলা হতো। কেবলমাত্র তাবুক ব্যতীত বদর, উহুদ ও খন্দকসহ সকল যুদ্ধে তিনি রাসূলুল্লাহ (সা)-এর সাথে অংশগ্রহণ করেন এবং সফলতার সাথে যুদ্ধ চালিয়ে যান।... বিস্তারিত পড়ুন
আরবী জীবনী
مُحَمَّدُ بنُ مَسْلَمَةَ بنِ سَلَمَةَ بنِ خَالِدٍ الأَنْصَارِيُّ ابْنِ عَدِيِّ بنِ مَجْدَعَةَ، أَبُو عَبْدِ اللهِ - وَقِيْلَ: أَبُو عَبْدِ الرَّحْمَنِ، وَأَبُو سَعِيْدٍ - الأَنْصَارِيُّ، الأَوْسِيُّ. مِنْ نُجَبَاءِ الصَّحَابَةِ، شَهِدَ: بَدْراً، وَالمَشَاهِدَ. وَقِيْلَ: إِنَّ النَّبِيَّ -صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ- اسْتَخْلَفَهُ مَرَّةً عَلَى المَدِيْنَةِ. وَكَانَ -رَضِيَ اللهُ عَنْهُ- مِمَّنِ اعْتَزَلَ الفِتْنَةَ، وَلاَ حَضَرَ الجَمَلَ، وَلاَ صِفِّيْنَ؛ بَلِ اتَّخَذَ سَيْفاً مِنْ خَشَبٍ، وَتَحَوَّلَ إِلَى الرَّبَذَةِ، فَأَقَامَ بِهَا مُدَيْدَةً. رَوَى جَمَاعَةَ أَحَادِيْثَ.رَوَى عَنْهُ: المِسْوَرُ بنُ مَخْرَمَةَ، وَسَهْلُ بنُ أَبِي حَثْمَةَ، وَقَبِيْصَةُ بنُ ذُؤَيْبٍ، وَعَبْدُ الرَّحْمَنِ الأَعْرَجُ، وَعُرْوَةُ بنُ الزُّبَيْرِ، وَأَبُو بُرْدَةَ بنُ أَبِي مُوْسَى، وَابْنُهُ؛ مَحْمُوْدُ بنُ مُحَمَّدٍ. وَهُوَ حَارِثيٌّ، مِنْ حُلَفَاءِ بَنِي عَبْدِ الأَشْهَلِ. وَكَانَ رَجُلاً طُوَالاً، أَسْمَرَ، مُعْتَدِلاً، أَصْلَعَ، وَقُوْراً. وَقَدِ اسْتَعْمَلَهُ عُمَرُ عَلَى زَكَاةِ جُهَيْنَةَ. وَقَدْ كَانَ عُمَرُ إِذَا شُكِيَ إِلَيْهِ عَامِلٌ، نَفَّذَ مُحَمَّداً إِلَيْهِم، لِيَكْشِفَ أَمْرَهُ. خَلَّفَ مِنَ الوَلَدِ: عَشْرَةَ بَنِيْنَ؛ وَسِتَّ بَنَاتٍ - رَضِيَ اللهُ عَنْهُ -. وَقِيْلَ: اسْمُ جَدِّهِ خَالِدُ بنُ عَدِيِّ بنِ مَجْدَعَةَ. وَقَدِمَ لِلْجَابِيَةَ، فَكَانَ عَلَى مُقَدِّمَةِ جَيْشِ عُمَرَ. عَبَّادُ بنُ مُوْسَى السَّعْدِيُّ: حَدَّثَنَا يُوْنُسُ، عَنِ الحَسَنِ، عَنْ مُحَمَّدِ... বিস্তারিত পড়ুন