মৃত্যুসন: ৮ হিজরি
ত্ববকা (রিজাল শাস্ত্রে রাবীর অবস্থান): সাহাবী
জীবনী
‘আবদুল্লাহ ইবন রাওয়াহা আল-আনসারী (রা) একজন খ্যাতিমান আনসার সাহাবী, রাসূলুল্লাহ (সা)-এর একজন প্রিয় কবি ও 'আকাবার অন্যতম নাকীব মদীনার প্রখ্যাত খাযরাজ গোত্রে তিনি জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম রাওয়াহা ইব্ন ছা'লাবা এবং মাতার নাম কাবশা বিন্ত ওয়াকিদ ইবন 'আমর ইবন ইনতানাবা। তাঁর বংশলতিকা হল 'আবদুল্লাহ ইবন রাওয়াহা ইব্ন ছা'লাবা ইব্ন ইমরিইল কায়স ইবন 'আমর ইব্ন ইমরিইল কায়স আল-আকাবার ইবন মালিক আল-আগার্র ইব্ন ছা'লাবা ইবন কা'ব ইবন খাযরাজ আল-আকবার (আলইসাবা, ২খ. পৃ. ৩০৬)। তাঁর উপনাম সম্পর্কে কয়েকটি বর্ণনা পাওয়া যায়। যথা- আবূ মুহাম্মদ, আবূ রাওয়াহ আবূ 'আমর। হয়তোবা এর সবগুলিই তাঁর উপনাম। (ইব্ন সা'দ, তাবাকাত, ৩খ. পৃ. ৫২৫) নবুওয়াতের ত্রয়োদশ বর্ষে ৭৩ জন (বর্ণনান্তরে দ্বাদশ বর্ষে, ইসলাম বিশ্বকোষ, ২০ খ. পৃ. ৫২৫) পুরুষ ও দুইজন মহিলার দলভুক্ত হয়ে তিনি মদীনা থেকে মক্কা আগমন করে আকাবার দ্বিতীয় শপথে অংশগ্রহণ করেন অতঃপর রাসূলুল্লাহ (সা) তাঁকে হারিছা গোত্রের নাকীব (নেতা) নিযুক্ত করেন (উসদুল গাবা ৩খ. ১৫৭) মক্কার মুসলিমগণ হিজরত করে মদীনা... বিস্তারিত পড়ুন
আরবী জীবনী
عَبْدُ اللهِ بنُ رَوَاحَةَ بنِ ثَعْلَبَةَ بنِ امْرِئِ القَيْسِ الأَنْصَارِيُّ ابْنِ ثَعْلَبَةَ. الأَمِيْرُ، السَّعِيْدُ، الشَّهِيْدُ، أَبُو عَمْرٍو الأَنْصَارِيُّ، الخَزْرَجِيُّ، البَدْرِيُّ، النَّقِيْبُ، الشَّاعِرُ. لَهُ: عَنِ النَّبِيِّ -صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ- وَعَنْ بِلاَلٍ. حَدَّثَ عَنْهُ: أَنَسُ بنُ مَالِكٍ، وَالنُّعْمَانُ بنُ بَشِيْرٍ، وَأَرْسَلَ عَنْهُ: قَيْسُ بنُ أَبِي حَازِمٍ، وَأَبُو سَلَمَةَ بنُ عَبْدِ الرَّحْمَنِ، وَعطَاءُ بنُ يَسَارٍ، وَعِكْرِمَةُ، وَغَيْرُهُم.شَهِدَ بَدْراً، وَالعَقَبَةَ. وَيُكْنَى: أَبَا مُحَمَّدٍ، وَأَبَا رَوَاحَةَ، وَلَيْسَ لَهُ عَقِبٌ. وَهُوَ خَالُ النُّعْمَانِ بنِ بَشِيْرٍ. وَكَانَ مِنْ كُتَّابِ الأَنْصَارِ. اسْتَخْلَفَهُ النَّبِيُّ -صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ- عَلَى المَدِيْنَةِ فِي غَزْوَةِ بَدْرٍ المَوْعِدِ، وَبَعَثَهُ النَّبِيُّ - عَلَيْهِ الصَّلاَةُ وَالسَّلاَمُ - سَرِيَّةً فِي ثَلاَثِيْنَ رَاكِباً، إِلَى أُسَيْرِ بنِ رِزَامٍ اليَهُوْدِيِّ بِخَيْبَرَ، فَقَتَلَهُ. قَالَ الوَاقِدِيُّ: وَبَعَثَهُ النَّبِيُّ -صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ- خَارِصاً عَلَى خَيْبَرَ. قُلْتُ: جَرَى ذَلِكَ مَرَّةً وَاحِدَةً، وَيُحْتَمَلُ - عَلَى بُعْدٍ - مَرَّتَيْنِ. قَالَ قُتَيْبَةُ: ابْنُ رَوَاحَةَ، وَأَبُو الدَّرْدَاءِ أَخَوَانِ لأُمٍّ. أَحْمَدُ فِي (مُسْنَدِهِ) : حَدَّثَنَا عَبْدُ الصَّمَدِ، حَدَّثَنَا عُمَارَةُ، عَنْ زِيَادٍ النَّمِيْرِيِّ، عَنْ أَنَسٍ، قَالَ: كَانَ ابْنُ رَوَاحَةَ إِذَا لَقِيَ الرَّجُلَ مِنْ أَصْحَابِهِ يَقُوْلُ: تَعَالَ نُؤْمِنْ سَاعَةً. فَقَالَهُ يَوْماً لِرَجُلٍ، فَغَضِبَ،... বিস্তারিত পড়ুন
নোট
মোট বর্ণনার সংখ্যাঃ ৯ আবাসস্থলঃ মদীনা মৃত্যুস্থানঃ মু'তা