নামাজে বসা অবস্থায়

সুন্নাহ

() বাম পা বিছিয়ে তার উপর বসা। ডান পা সোজাভাবে খাড়া রাখা। উভয় পায়ের আঙুল সমূহ সাধ্যমত কিবলার দিকে মুড়িয়ে রাখা।

- মুসলিম ৪৯৮, নাসাঈ ১১২৮

() উভয় হাত রানের উপর রাখা হাঁটু বরাবর করে রাখা এবং দৃষ্টি কোলের উপর রাখা।

- মুসলিম ৫৭৯, আবু দাউদ ৯৯০, মুসনাদে আহমাদ ১৬১০

() তাশাহুদের মধ্যে আশহাদু আললা ইলাহা ইল্লাল্লাহু বলার সময় মধ্যমা ও বৃদ্ধাঙ্গুলির মাথা একসঙ্গে মিলিয়ে গোলাকার বৃত্ত বানানো এবং শাহাদাত আঙ্গুল উঁচু করে ইশারা করা এবং ইল্লাল্লাহ বলার সময় তা নিচু করে ফেলা।

- মুসলিম ৫৭৯, আবু দাউদ ৭২৬, নাসাঈ ১২৭৪

বিস্তারিত

() শেষ বৈঠকে আত্তাহিয়াতু পড়ার পর দুরুদ শরীফ পড়া।

- মুসলিম ৪০৬, নাসাঈ ১২৮৮, তিরমিজি ৩৪৭৭

() দুরুদ শরীফের পর দোয়ায়ে মাসুরা পড়া।

- বুখারী ৮৩৪, তিরমিজি ৫৯৩

() উভয় দিকে সালাম ফিরানো।

- তিরমিজি ২৯৫

() ডানদিকে আগে সালাম ফিরানো। উভয় সালাম কিবলার দিক থেকে আরম্ভ করা এবং সালামের সময় দৃষ্টি কাধের দিকে রাখা।

- মুসলিম ৫৮২

() ইমামের উভয় সালামে মুক্তাদী, ফেরেশতা ও নামাজী জিনদের প্রতি সালাম করার নিয়ত করা।

- মুসলিম ৫৮২

() মুক্তাদীগণের উভয় সালামে ইমাম, অন্যান্য মুসল্লি, ফেরেশতা ও নামাজী জিনদের প্রতি সালাম করার নিয়ত করা।

- মুসান্নাফে আব্দুর রাজ্জাক ৩১৪৯, ৩১৫২

(১০) একাকী নামাজী ব্যক্তি শুধু ফেরেশতাগণের প্রতি সালাম করার নিয়ত করা।

- মুসান্নাফে আব্দুর রাজ্জাক ৩১৪০, মুসলিম ৪৩১

(১১) মুক্তাদীগণের ইমামের সালাম ফিরানোর পরপরই সালাম ফিরানো।

- বুখারী ৮৩৮ ,৮৪০

(১২) দ্বিতীয় সালাম প্রথম সালাম অপেক্ষা আস্তে বলা।

- মুসান্নাফে আবী শাইবা ৩০৫৭

(১৩) ইমামের দ্বিতীয় সালাম ফিরানো শেষ হলে মাসবুকের ছুটে যাওয়া নামাজ আদায়ের জন্য দাঁড়ানো।

- মুসান্নাফে আব্দুর রাজ্জাক ৩১৫৬