✧
নামাজে বসা অবস্থায়
সুন্নাহ
(১) বাম পা বিছিয়ে তার উপর বসা। ডান পা সোজাভাবে খাড়া রাখা। উভয় পায়ের আঙুল সমূহ সাধ্যমত কিবলার দিকে মুড়িয়ে রাখা।
- মুসলিম ৪৯৮, নাসাঈ ১১২৮
(২) উভয় হাত রানের উপর রাখা হাঁটু বরাবর করে রাখা এবং দৃষ্টি কোলের উপর রাখা।
- মুসলিম ৫৭৯, আবু দাউদ ৯৯০, মুসনাদে আহমাদ ১৬১০
(৩) তাশাহুদের মধ্যে আশহাদু আললা ইলাহা ইল্লাল্লাহু বলার সময় মধ্যমা ও বৃদ্ধাঙ্গুলির মাথা একসঙ্গে মিলিয়ে গোলাকার বৃত্ত বানানো এবং শাহাদাত আঙ্গুল উঁচু করে ইশারা করা এবং ইল্লাল্লাহ বলার সময় তা নিচু করে ফেলা।
- মুসলিম ৫৭৯, আবু দাউদ ৭২৬, নাসাঈ ১২৭৪
বিস্তারিত