সিজদারত অবস্থায়

সুন্নাহ

() সিজদায় যাওয়ার সময় আল্লাহু আকবার বলা।

- বুখারী ৮০৩

() সিজদায় যাওয়ার সময় প্রথমে হাঁটুদ্বয় জমিনে রাখা।

- নাসাঈ ১০৮৯

() তারপর হাঁটু থেকে আনুমানিক এক হাত দূরে উভয় হাত রাখা এবং হাতের আঙ্গুলসমূহ কিবলামুখী করে সম্পূর্ণরূপে মিলিয়ে রাখা।

- মুসনাদে আহমেদ ১৮৮৮২, সহীহ ইবনে খুজাইমা ৬৪৩

() তারপর উভয়ে বৃদ্ধাঙ্গুলির মাথা বরাবর নাক রাখা।

- বুখারি ৮২৭, মুসনাদে আহমাদ ১৮৮৮২

() অতঃপর কপাল রাখা।

- মুসনাদে আহমাদ ১৮৮৮০

() অতঃপর দুই হাতের মাঝে সেজদা করা এবং দৃষ্টি নাকের অগ্রভাগের দিকে রাখা।

- মুসলিম ৪০১

() পাজরদ্বয় থেকে উভয়বাহু পৃথক রাখা।

- বুখারি ৮০৭

() কনুই মাটি ও হাটু থেকে পৃথক রাখা।

- বুখারী ৮২২

() সিজদায় কমপক্ষে তিনবার সিজদার তাসবিহ সুবহানা রাব্বিয়াল আলা পরা।

- ইবনে মাজাহ ৮৯০, তিরমিজি ২৬১

(১০) সিজদা থেকে উঠার সময় আল্লাহু আকবার বলা।

- বুখারী ৭৮৯

(১১) সিজদা থেকে উঠার সময় প্রথমে কপাল, অতঃপর নাক, অতঃপর উভয় হাত, অতঃপর উপায় হাটু উঠানো।

- মুসান্নাফে আব্দুর রাজ্জাক ২৯৫৮

(১২) দুই সিজদার মাঝের বৈঠকে উভয় হাত উভয় রানের উপর রাখা।

- নুরুল ইজাহ ৫৩ পৃষ্ঠা