মুসলিম বাংলা
কুরআন
হাদীস
নামাজের সময়
মাসায়েল
দু'আ
প্রবন্ধ
অন্যান্য
ডোনেশন
ডাউনলোড
✧
ঘরে প্রবেশ
সুন্নাহ
(১)
সালাম দেয়া।
- আবু দাউদ
(২)
অন্যের ঘরে প্রবেশের সময় অনুমতি নেয়া, নিজের ঘরেও প্রবেশের পূর্বে আওয়াজ দিয়ে বা যে কোন উপায়ে অবগত করে প্রবেশ করা।
- আবু দাউদ
(৩)
অন্যের ঘরে প্রবেশের অনুমতির জন্য তিনবার সালাম দিবে, কোন উত্তর না পেলে ফিরে যাবে; প্রয়োজনে পরে আবার আসবে।
- বুখারী
(৪)
ঘরের ভিতর পরিচয় জিজ্ঞেস করলে শুধু “আমি” না বলা বরং পূর্ণ নাম এবং পিতার নামসহ পরিচয় দেয়া।
- বুখারী
(৫)
বিসমিল্লাহ ও দোয়া পড়ে ডান পায়ে দিয়ে প্রবেশ করা।
- আবু দাউদ
বিস্তারিত
(৬)
রাসূল (ﷺ) রাত্রি বেলায় (সকলে ঘুমিয়ে গেলে) আস্তে সালাম দিতেন ও আস্তে প্রবেশ করতেন যাতে কারো কষ্ট না হয়।
- যাদুল মাআদ
(৭)
ঘরের দরজা বন্ধ করার সময় বিসমিল্লাহ বলা।
- বুখারী