রুকুরত অবস্থায়

সুন্নাহ

() রুকুতে যাওয়ার সময় আল্লাহু আকবর বলা।

- বুখারী ৭৮৯

() উভয় হাত দ্বারা হাটু ধরা ।

- বুখারী ৭৯০

() পুরুষের জন্য হাঁটু ধরার ক্ষেত্রে হাতের আঙ্গুলসমূহ ছড়িয়ে রাখা।

- আবু দাউদ ৭৩১

() উভয় হাত সম্পূর্ণ সোজা রাখা কনুই বাঁকা না করা।

- আবু দাউদ ৭৩৪, তিরমিজি ২৬০

() পায়ের গোছা, হাটু ও উরু সম্পূর্ণ সোজা রাখা। হাঁটু সামনে বা পিছনে বাঁকা না করা।

- আবু দাউদ ৮৬৩

() পুরুষের জন্য মাথাপিঠ ও কোমর সমান রাখা। উঁচু-নিচু না করা এবং পায়ের দিকে নজর রাখা।

- মুসলিম ৪৯৮, ইবনে মাজাহ ৮৭২

() রুকুতে কমপক্ষে তিনবার রুকুর তাসবিহ সুবহানা রাব্বিয়াল আজিম পড়া।

- ইবনে মাজাহ ৮৯০

() রুকু থেকে উঠার সময় ইমামের উচ্চস্বরে সামি আল্লাহু লিমান হামিদাহ এবং মুক্তাদির আস্তে রাব্বানা লাকাল হামদ এবং মুনফারীদ তথা একাকী নামাজির উভয় বাক্যই বলা।

- বুখারী ৮০০, ৮০১, ৮০২