শিশুর জন্মকালীন

সুন্নাহ

() ডান কানে আযান ও বাম কানে ইকামাত দেয়া।

() তাহনিক করা অর্থাৎ কোন বুযুর্গ বা আল্লাহওয়ালার মুখের চিবানো খেজুর বা মিষ্টিদ্রব্য শিশুর মুখে দেয়া।

() উত্তম নাম রাখা।

() সপ্তম দিনে শিশুর মাথার চুল মুন্ডানো ও হাত-পায়ের নখ কাটা এবং চুলের ওজনে রুপা বা তার মুল্য সদকা করা।

() আকীকা করা । ছেলে হলে দুটি বকরী, মেয়ে হলে একটি বকরী।

- বুখারী হাদীস ৫০৭১-৫০৭৯