✧
ইকামত
সুন্নাহ
(১) পাক-পবিত্র অবস্থায় ইকামত দেয়া।
- তিরমিযী, হাদীস নং-২০০
(২) কিবলামুখী হয়ে ইকামত দেয়া এবং উভয় পায়ের মাঝে চার আঙ্গুল পরিমাণ ফাঁক রেখে উভয় পা কিবলামুখী করে রাখা।
- আবু দাউদ, হাদীস নং-৪৯৯, আদ দুররুল মুখতার, ১৩৮৯
(৩) ইকামতে হদর করা অর্থাৎ, প্রথম চার তাকবীর একত্রে এক শ্বাসে বলে থামা এবং প্রত্যেক তাকবীরের শেষে সাকিন করা।
- তিরমিযী, হাদীস নং-১৯৫
(৪) অতঃপর মাঝের বাক্যগুলোর মধ্যে হতে দুই দুই বাক্য একত্রে এক শ্বাসে বলে থামা এবং প্রত্যেক বাক্যের শেষে সাকিন করা।
- কানযুল উম্মাল, হাদীস নং-২৩২১০
(৫) সর্বশেষ দুই তাকবীরের সাথে লা-ইলাহা ইল্লাল্লাহ্ মিলিয়ে একত্রে এক শ্বাসে বলা এবং উভয় তাকবীরের শেষে সাকিন করা।
- মাআরিফুস সুনান, ২:১৯৫, ফাতাওয়ায়ে শামী, ১:৩৮৬
(৬) ইকামাতেও আযানের ন্যায় ডান দিকে চেহারা ফিরিয়ে তারপরে হাইয়া আলাস সালাহ বলা। এরপর বাম দিকে চেহারা ফিরিয়ে হাইয়া আলাল ফালাহ বলা।
- মুসলিম, হাদীস নং-৫০৩, আদ দুররুল মুখতার, ১ : ৩৮৭
বিস্তারিত