মুনাজাত

সুন্নাহ

() উযুর সাথে কিবলামুখী হয়ে দুআ করা। মুনাজাতের শুরুতে আল্লাহর প্রশংসা করা এবং নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর উপর দরূদ শরীফ পাঠ করা।

- তিরমিযী, হাদীস নং- ৩৪৭৬

() উভয় হাত সিনা বরাবর সামনে রাখা।

- মুসান্নাফে আব্দুর রাজ্জাক, হাদীস নং- ৩২৩৪

() হাতের তালু আসমানের দিকে প্রশস্ত করে রাখা।

- তাবরানী কাবীর, হাদীস নং- ৩৮৪২

() হাতের আঙ্গুলসমূহ স্বাভাবিক ফাঁক রাখা।

- হিসনে হাসীন, ২৭

() দুহাতের মাঝখানে সামান্য ফাঁক রাখা।

- ত্বাহত্বাবী, ২০৫

() মন দিয়ে কাকুতি-মিনতি করে দুআ করা।

- সূরা আরাফঃ ৫৫

() আল্লাহর নিকট দুআর বিষয়টি বিশ্বাস ও দৃঢ়তার সাথে বারবার চাওয়া।

- বুখারী, হাদীস নং-৬৩৩৮

() ইখলাসের সাথে নিঃশব্দে দুআ করা মুস্তাহাব। তবে দুআ সম্মিলিতভাবে হলে এবং কারো নামাযে বা ইবাদতে বিঘ্ন সৃষ্টির আশংকা না থাকলে, সশব্দে দুআ করাও জায়েষ আছে।

- সূরা আরাফ, ২০৫, বুখারী শরীফ, হাদীস নং- ২৯৯২

() আল্লাহ তাআলার প্রশংসা ও দরূদ সালাম যেমন- সুবহানা রাব্বিকা রাব্বিল ইদ্দাতি শেষ পর্যন্ত পড়া ও আমীন বলে দুআ শেষ করা।

- তাবরানী কাবীর, হাদীস নং-৫১২৪, মুসান্নাফে আব্দুর রাজ্জাক, হাদীস নং-৩১১৭, আবু দাউদ, হাদীস নং-৯৩৮

(১০) মুনাজাতের পর হস্তদ্বয় দ্বারা মুখমণ্ডল মুছে নেয়া।

- আবু দাউদ, হাদীস নং- ১৪৮৫

বিস্তারিত